loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

গঠিত হলো ‘জাতীয় ঐক্যফ্রন্ট’


গঠিত হলো ‘জাতীয় ঐক্যফ্রন্ট’

বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপিসহ কয়েকটি দল নিয়ে ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ গঠন করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। নতুন এই রাজনৈতিক জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে শনিবার (১৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘোষণাপত্র পাঠ করেন ফ্রন্টের শরিক ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

সংবাদ সম্মেলনে জেলায় জেলায় জাতীয় ঐক্যফ্রন্টকে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন ড. কামাল।  খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

একাদশ নির্বাচনকে সামনে রেখে একটি জাতীয় ঐক্যের কথা বেশ ক’দিন ধরেই বলে আসছিলেন ড. কামাল। তাঁর সঙ্গে যোগ দেন বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, জেএসডির আ স ম আবদুর রব ও নাগরিক ঐক্যের মান্না।

জাতীয় ঐক্যের অন্যতম উদ্যেক্তা হলেও চূড়ান্তভাবে ঘোষণার সময় আলাদা হয়ে যান বি চৌধুরী। তবে বিএনপিসহ অন্য শরিকদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় ঐক্যফ্রন্ট জেলা ও উপজেলায় জনগণের সঙ্গে মতবিনিময়, প্রশাসন ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় করবে।

Loading...