loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

জার্মানিতে ২০ লাখ ডলারের পণ্য পাঠাচ্ছে আরএফএল


জার্মানিতে ২০ লাখ ডলারের পণ্য পাঠাচ্ছে আরএফএল

জার্মানভিত্তিক জনপ্রিয় চেইন শপ লিডল-এ ২০ লাখ ডলারের প্লাস্টিক পণ্য পাঠাচ্ছে বাংলাদেশের শীর্ষস্থানীয় গৃহস্থালী প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আরএফএল গ্রুপ। সম্প্রতি ছয় লাখ ডলারের একটি বড় চালানও পাঠিয়েছে আরএফএল, যা রপ্তানির উদ্দেশ্যে এখন পর্যন্ত আরএফএল এর পাঠানো সর্বোচ্চ চালান।     

এ-বিষয়ে আরএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল বলেন, ২০১৭ সালে লিডল-এর মতো জনপ্রিয় একটি চেইন শপের সাথে আমাদের পথচলা শুরু হয়। শুরুতে স্বল্প পরিসরে পণ্য পাঠানো হলেও চলতি বছরে ২০ লাখ ডলারের প্লাস্টিক পণ্য রপ্তানি করতে পারা আমাদের জন্য আনন্দের বিষয়। সম্প্রতি লিডল-এর প্রধান পরিচালন কর্মকর্তা আন্দ্রে বিলবাও আমাদের কারখানা পরিদর্শন করে আরও বেশি পণ্য নেয়ার ব্যাপারে প্রতিশ্রুতি দেন।

আরএফএল গ্রুপ ২০১৯ সাল নাগাদ লিডল-এ ৫০ লাখ ডলারের পণ্য পাঠাবে বলে আশা প্রকাশ করেন আর এন পাল। 

জার্মানভিত্তিক চেইনশপ লিডল জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ব্যাপক জনপ্রিয়। ইউরোপের ২৭ টি দেশে ১০ হাজার শাখার মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করছে প্রতিষ্ঠানটি। 

 - সংবাদ বিজ্ঞপ্তি

Loading...