loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

শেষ হলো শারদীয় দুর্গোৎসব


শেষ হলো শারদীয় দুর্গোৎসব

বিজয়া দশমীতে মর্ত্য ছেড়ে হিমালয়ের কৈলাস শৃঙ্গে ফিরে গেলেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা বা শারদীয় দুর্গোৎসব শেষ হলো।

শুক্রবার (১৯ অক্টোবর) বিকেলে সারাদেশে শুরু হয় বিসর্জন। এর আগে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিমাসহ ভক্তরা ঘাটগুলোতা জড়ো হন। বাদ্য আর আরতির মাধ্যমে একে একে বিসর্জন দেওয়া হয় প্রতিমা। শেষবারের মতো তেল-সিঁদুর পরিয়ে চোখের জলে মাকে এক বছরের জন্য বিদায় জানান হিন্দুরা।

মাকে ভক্তির পরে আবেগ-আপ্লুত হয়ে পড়েন হাজার হাজার ভক্ত; ফলে উপস্থিত হয় আবেগঘন মুহূর্ত।

খবর স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, এ-বছর বাংলাদেশে প্রায় ৩১ হাজার মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে।

Loading...