loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

সবচেয়ে কম খরচের ভ্রমণে বাংলাদেশ সপ্তম স্থানে


সবচেয়ে কম খরচের ভ্রমণে বাংলাদেশ সপ্তম স্থানে

২০১৯ সালে সবচেয়ে কম খরচে ভ্রমণ করা যাবে এ-রকম শীর্ষ ১০টি গন্তব্যের তালিকা তৈরি করেছে লোনলি প্ল্যানেট ডটকম। এই তালিকায় সপ্তম স্থানে আছে বাংলাদেশ। বিশ্বের বৃহত্তম ভ্রমণ গাইড-বই প্রকাশক লোনলি প্ল্যানেট। এর উদ্দেশ্য হলো কম খরচে বিশ্বভ্রমণের বিভিন্ন পরামর্শ দেয়া। লোনলি প্ল্যানেট ডটকম অবলম্বনে সংক্ষেপে বর্ণনা দেয়া হলো।

১. সাউদার্ন নাইল ভ্যালি, মিসর

মিসরের সাউদার্ন নাইল ভ্যালিতে গেলে বিশ্বের অনেক আদি ইতিহাস আপনার সামনে ভেসে উঠবে, বলা বাহুল্য, বেশ কম খরচে। 

২. লজ, পোল্যান্ড

এটি পোল্যান্ডের তৃতীয় বৃহত্তম শহর। শহরটির খুব দ্রুত পরিবর্তন ঘটছে। বিভিন্ন শিল্প-এলাকায় সংস্কারের পাশাপাশি বিভিন্ন স্থাপত্য-প্রকল্প নেয়া হয়েছে এই শহরে। আছে পুরোনো কল-কারখানা। অন্যান্য স্থান সাংস্কৃতিক কর্মকাণ্ড, কেনাকাটা ও বিনোদনের স্থান হিসেবে পরিবর্তিত হচ্ছে।

৩. গ্রেট স্মোকি মাউন্টেনস ন্যাশনাল পার্ক, যুক্তরাষ্ট্র

যদিও এটি লোকালয় থেকে বহু দূরে, তারপরও প্রতিবছর এখন সেখানে ভ্রমণ করেন প্রায় ১ কোটি পর্যটক। এই পার্কের কোনো প্রবেশমূল্য নেই।

৪. মালদ্বীপ

মালদ্বীপের থাকা-খাওয়া বেশ সস্তা। বিশেষ করে যেসব দ্বীপে কম রিসোর্ট রয়েছে, যেখানে মূলত স্থানীয়রা গেস্টহাউজ ভাড়া দেন। এতে আপনি থাকতে পারবেন মালদ্বীপের সাংস্কৃতিক পরিবেশের মধ্যে।

৫. হিউস্টন, যুক্তরাষ্ট্র

দারুণ সুন্দর এই শহরে আপনি ঘোরাঘুরি শুরু করতে পারেন এর জাদুঘর এলাকা থেকে। হাঁটা-দূরত্বে সেখানে রয়েছে ১৯টি জাদুঘর। এর মধ্যে ১০টিতে প্রবেশ করতে টিকেট লাগে না। অন্যগুলোতেও বিশেষ কিছু দিনে বিনা প্রবেশমূল্যে যাওয়া যায়।

৬. আর্জেন্টিনা

গত কয়েক বছরে দেশটি পর্যটকদের আকর্ষণ করতে নানা ধরণের অফার দিয়ে আসছে। কয়েকটি দেশের নাগরিকদের জন্য ভিসা ফি’তেও বিশেষ মূল্যছাড় আছে।

৭. বাংলাদেশ

বাংলাদেশের রয়েছে এশিয়ার দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। আছে ম্যানগ্রোভ ও রয়েল বেঙ্গল টাইগারের সুন্দরবন। এছাড়া আছে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত স্থান, আছে পাহাড়পুরের বৌদ্ধ বিহার। বাংলাদেশ পর্যটকদের জন্য সবসময়ই কম খরচে ভ্রমণ-গন্তব্য।

৮. আলবেনিয়া

দেশটিতে আছে দারুণ কিছু সমুদ্র সৈকত। এখানকার ফলমূল ও খাবার পরিবেশনা শিল্পের পর্যায়ে পড়ে। এছাড়া আছে প্রত্নতাত্ত্বিক স্থান। আলবেনিয়ার সুন্দর পাহাড়ী এলাকায় হাইকিং করা যাবে, ছোট ছোট গ্রামে থাকা যাবে এবং চাইলে রাজধানী তিরানায় ভ্রমণ করতে পারবেন।

৯. ইকুয়েডর

দক্ষিণ অ্যামেরিকার সবচেয়ে সুন্দর জায়গায় যেতে চান, কিন্তু হাতে সময় কম? ইকুয়েডর হতে পারে আপনার আদর্শ গন্তব্য। সেখানে আছে সবুজ আন্দেজ পর্বতমালা, বর্ণিল শহর, অ্যামাজন অরণ্য ও প্রশান্ত মহাসাগর। ছোট এই দেশটিতে প্রচুর বাস চলাচল করে।

১০. স্লোভেনিয়া

অল্প খরচে ইউরোপের অনেক কিছু যদি কেউ এক জায়গায় দেখতে চান, তাঁর জন্য আদর্শ স্থান হলো স্লোভেনিয়া। যাতায়াতে সেখানে বেশ কম খরচ হয়।

Loading...