loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

বাবার গিটার হাতে মঞ্চে আহনাফ আইয়ুব


বাবার গিটার হাতে মঞ্চে আহনাফ আইয়ুব

আইয়ুব বাচ্চু ও তাঁর ব্যান্ড লাভ রানস ব্লাইন্ড (এলআরবি) ছিল মুদ্রার এপিঠ-ওপিঠ। ২৭ বছর ধরে এলআরবির সঙ্গে পথ চলেছেন তিনি। সেই আইয়ুব বাচ্চু ছাড়া এলআরবি প্রথম কনসার্ট করেছে চট্টগ্রামে। কনসার্টে আইয়ুব বাচ্চুর গিটার হাতে নিয়ে প্রথম গান করলেন ছেলে আহনাফ তাজোয়ার আইয়ুব। বুধবার (৩১ অক্টোবর) রাতে এমএ আজিজ স্টেডিয়ামে ‘শেকড়ের সন্ধানে’ শিরোনামে একটি মেগা কনসার্ট অনুষ্ঠিত হয়। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

কৌশিক হোসেন তাপসের নেতৃত্বে গান বাংলার ‘উইন্ড অফ চেঞ্জ’ আয়োজনে এদিন প্রথমে রেশমি মির্জা, সুফি গানের পুলক অধিকারী, মশিউর রহমান রিংকু, শামিম, কুদ্দুস বয়াতি, শাহাবউদ্দিন ও হৃদয় খান গান করেন। দ্বিতীয় পর্বে গান করার জন্য তাপস মঞ্চে আমন্ত্রণ জানান জনপ্রিয় এলআরবিকে। তখন লাখো দর্শক ‘প্লিজ কাম এলআরবি’, ‘এলআরবি লাভ ইউ’-এমন আবেগপূর্ণ বাক্য জুড়ে দিয়ে এলআরবিকে মঞ্চে অভ্যর্থনা জানান।

এরপর আইয়ুব বাচ্চুর ছেলে আহনাফ তাজোয়ার আইয়ুব এবং মেয়ে ফায়রুজ সাফরাকে মঞ্চে আসেন। তাপস যখন আইয়ুব বাচ্চুর ছেলেকে কিছু বলার জন্য অনুরোধ করলে তাজোয়ারের চোখ অশ্রুতে ভরে উঠে । তিনি কান্নাচাপা কণ্ঠে বলেন, আপনারা সবাই এমনভাবে উচ্চস্বরে গাইবেন, যেন আমার বাবা উপর থেকে শুনতে পারে। আপনাদের কাছ থেকে শুধু আমার বাবার জন্য দোয়া চাই।

এ-সময় আইয়ুব বাচ্চুর মেয়ে ফায়রুজ সাফরাও কান্না করছিলেন। তিনি বলেন, বড় অসময়ে আমার বাবা চলে গেলেন। আপনারা এমনভাবে গাইবেন যেন আমার বাবা শুনে বলে - আমি এই তো আছি, তোমাদের সাথে আছি।

পরে তাজোয়ার আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ‘চলো বদলে যাই’ গানটি গেয়ে শোনান।

Loading...