loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

সাফ অ-১৫ ফুটবল: ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ


সাফ অ-১৫ ফুটবল: ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালের মূল সময়ে ১-১ গোলে ড্র থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শটে ৪-২ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করে বাংলার কিশোররা। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

বৃহস্পতিবার (১ নভেম্বর) নেপালের আনফা কমপ্লেক্সে শুরুতে ভারত এগিয়ে যায়। ১৭তম মিনিটে দূরপাল্লার শটে গোলরক্ষক মেহেদী হাসানকে বোকা বানিয়ে দলকে লিড এনে দেয় হার্শ শৈলাস। পিছিয়ে পড়ে আক্রমণের তেতে উঠে বাংলাদেশ। মুহুর্মুহু আক্রমণে ভারতকে চেপে ধরে লাল-সবুজ জার্সিধারীরা। কিন্তু প্রতিপক্ষের কঠিন রক্ষণভাগে চিড় ধরাতে পারছিল না তাঁরা। ফলে প্রথমার্ধে গোলশূন্য থাকতে হয় তাঁদের।

তবে দ্বিতীয়ার্ধে আসে কাঙ্খিত গোল। এ অর্ধের যোগ হওয়া সময়ে সফল স্পট কিকে বাংলাদেশকে সমতায় ফেরান আশিকুর রহমান। ডি বক্সে রাসেল আহমেদকে ভারতীয় এক ডিফেন্ডার ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তা থেকে গোল আদায় করে নিতে মোটেও সমস্যা হয়নি বদলি নামা এই ফরোয়ার্ডের।

নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকায় নিষ্পত্তির জন্য খেলা গড়ায় টাইব্রেকারে। স্নায়ুক্ষয়ী টাইব্রেকারে গোলকিপার মেহেদি হাসানের বীরত্বে জিতেছে বাংলাদেশ। ভারতের প্রথম দুটি শটই ঠেকিয়ে দেয় এই কিশোর। অন্যদিকে কোনো শট লক্ষ্যভ্রষ্ট হয়নি পারভেজ বাবুর শিষ্যদের। চারটি শটই ছিলো নির্ভুল। চতুর্থ শটে রুস্তম ইসলাম লক্ষ্যভেদ করলে জয়োল্লাসে মেতে উঠে তাঁরা।

এই জয়ে এখনো পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত রয়েছে বাংলাদেশ দল।

Loading...