loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় পাকিস্তানের


এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় পাকিস্তানের

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টানা দুই ম্যাচ জিতে সিরিজ জয় করেছে পাকিস্তান। শুক্রবার (২ নভেম্বর) রাতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে কিউইদের ছয় উইকেটে পরাজিত করে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটের এক নম্বর দলটি।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করে কলিন মুনরো, কেন উইলিয়ামসন ও কোরি অ্যান্ডারসনের ত্রিশোর্ধ্ব রানের ওপর ভর করে সাত উইকেট হারিয়ে ১৫৩ রান করে নিউজিল্যান্ড। মুনরো ২৮ বলে ৪৪ রান, অধিনায়ক উইলিয়ামসন ৩৭ এবং কোরি অ্যান্ডারসন ২৫ বলে ৪৪ রান করেন। 

২০ রান দিয়ে তিন উইকেট তুলে নেন পাকিস্তানি তরুণ পেসার শাহীন আফ্রিদি। মোহাম্মদ হাফিজ ও ইমাদ ওয়াসিম নেন একটি করে উইকেট।

জবাবে ব্যাটিংয়ে নেমে ১৫ বলে ২৪ রান করে দলীয় ৪০ রানেই ফখর জামান সাজঘরে ফিরলেও বাবর আজম (৪০), আসিফ আলী (৩৮) ও অভিজ্ঞ মোহাম্মদ হাফিজের (৩৪) ব্যাটে ভর করে ছয় উইকেট হাতে রেখে দুই বল থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। 

এদিন ম্যান অফ দি ম্যাচ হয়েছেন শাহীন আফ্রিদি। এটি পাকিস্তানের টানা একাদশ টি-২০ সিরিজ জয়।

এর আগে, সিরিজের প্রথম ম্যাচে শেষ বলে নাটকীয় জয় পেয়েছিলো পাকিস্তান। আগামী রোববার (৪ নভেম্বর) এই সিরিজের শেষ ম্যাচটি হবে দুবাইয়ে।

Loading...