loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

‘দেবী’ এখন আরো বেশি সংখ্যক হলে


‘দেবী’ এখন আরো বেশি সংখ্যক হলে

অনেকেই মুখ ফসকে বলে ফেলেছিলেন, ‘দেবী’ মাল্টিপ্লেক্সের ছবি; সব ধরণের লোকে খাবে না! সাধারণ হলে এর দর্শক নেই। তবে সেই ধারণা বদলে দিয়ে ছবিটি এবার মাল্টিপ্লেক্সের বাইরেও ৪৫টি প্রেক্ষাগৃহে চলছে। তৃতীয় সপ্তাহে (২ থেকে ৮ নভেম্বর) ছবিটির মোট হল সংখ্যা হয়েছে ৫০।

‘দেবী’ প্রথম সপ্তাহে প্রদর্শিত হয়েছিলো ২৮টি প্রেক্ষাগৃহে। তাই তৃতীয় সপ্তাহে প্রায় দ্বিগুণ সংখ্যক হলে যাচ্ছে প্রশংসিত এই চলচ্চিত্রটি।

ছবির প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রথম সপ্তাহে ২৮টি, দ্বিতীয়তে ৩৫-এর পর এবার ৫০টি হল পেয়েছে ‘দেবী’।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘দেবী’ অবলম্বনে অনম বিশ্বাস পরিচালিত এই ছবিতে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, এবং রানু চরিত্রে দেখা যাচ্ছে জয়া আহসানকে। আরও অভিনয় করেছেন অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়া প্রমুখ। 

সরকারি অনুদানের এ ছবিটির যৌথ প্রযোজক জয়া আহসানের সি-তে সিনেমা। ছবিটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া।

Loading...