loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ঘটনাবহুল ৭ নভেম্বর আজ


ঘটনাবহুল ৭ নভেম্বর আজ

ঘটনাবহুল ও ঐতিহাসিক ৭ নভেম্বর আজ। অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে ১৯৭৫ সালের এই দিনে জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে থাকে। অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগ দিবসটিকে মুক্তিযোদ্ধা ও সৈনিক হত্যা দিবস এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সিপাহি-জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালন করে।

দিবসটির তাৎপর্য তুলে ধরে ব্যানার-পোস্টার ও বিভিন্ন সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ করেছে বিএনপি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণী দিয়েছেন। তাঁরা ৭ নভেম্বরের চেতনায় সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

অন্যদিকে দিনটি উপলক্ষে আওয়ামী লীগ কোনো কর্মসূচি নেয়নি। তবে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির উদ্যোগে আজ রাজধানীতে আলোচনা সভা আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করবেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, এমপি।

এই দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর অংশ হিসেবে আজ (বুধবার) সকালে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের সমাধিতে দলটির কেন্দ্রীয় নেতাসহ অনান্য নেতাকর্মীবৃন্দ পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

Loading...