loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

মাদ্রিদে বিধ্বস্ত হলো ভিক্টোরিয়া প্লিজেন


মাদ্রিদে বিধ্বস্ত হলো ভিক্টোরিয়া প্লিজেন

জুলেন লোপেতেগি বরখাস্ত হওয়ার পর জয়ের ধারাতে রয়েছে রিয়াল মাদ্রিদ। অন্তবর্তীকালীন কোচ সান্টিয়াগো সোলারির অধীনে কোপা ডেল রে ও লা লিগার পর ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও জয় পেলো দলটি। বুধবার (৭ নভেম্বর) করিম বেনজেমার জোড়া গোলসহ চেক রিপাবলিকের ক্লাব ভিক্টোরিয়া প্লিজেনকে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে স্পেনের এই ক্লাব। 

‘জি’ গ্রুপে প্রথম লেগে লোপেতেগির অধীনে ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলে কোনো রকমে জিতেছিল রিয়াল।

বুধবার ভিক্টোরিয়ার মাঠ ডুসান অ্যারিনায় শুরু থেকে দাপট দেখিয়ে খেলতে থাকে রিয়াল। ২০ মিনিটেই এর ফলাফল পেয়ে যায়। টনি ক্রুসের কাছ থেকে বল পেয়ে প্রথম গোল করেন ফরাসী স্ট্রাইকার বেনজেমা। তিন মিনিট পর ক্রুসের পাসেই ব্যবধান দ্বিগুণ করেন কাসেমিরো।

প্রথমার্ধেই আরো দুইবার বল জালে পাঠায় রিয়াল। ৩৭ মিনিটে বেনজেমা নিজের দ্বিতীয় গোল করার পর ৪০ মিনিটে স্কোর শিটে নাম লেখান গ্যারেথ বেল। ৬৭ মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন জার্মান তারকা ক্রুস।

এই গ্রুপে চার ম্যাচে তিন জয়ে নয় পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। এএস রোমার পয়েন্টও রিয়ালের সমান, তবে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইটালির ক্লাবটি। রাশিয়ার দল সিএসকে মস্কো চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। মাত্র এক পয়েন্ট অর্জন করায় গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া নিশ্চিত হয়ে গেছে প্লিজেনের।

Loading...