loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন


২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন

আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হবে।

দেশে গণতন্ত্রের ধারা ও উন্নয়নের গতি সচল রাখার স্বার্থে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়া যাবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। ২২ নভেম্বর মনোনয়ন যাচাই-বাছাই হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর।

নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতার বিষয়টি তুলে ধরে কে এম নুরুল হুদা বলেন, আগামী ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। ইতোমধ্যে নির্বাচনের ক্ষণ গণনা শুরু হয়ে গেছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে একটি প্রতিযোগিতাপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে।

প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ টেলিভিশন ও বেতারে একযোগে প্রচারিত হয়।

Loading...