loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ঢাকায় ক্যারিয়ার কন ২০১৮ অনুষ্ঠিত


ঢাকায় ক্যারিয়ার কন ২০১৮ অনুষ্ঠিত

তরুণ প্রজন্মের কাছে ক্যারিয়ার সচেতনতা এবং লক্ষ্য নির্ধারণে সহায়তা করতে বাংলাদেশ ইনোভেশন ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার কন ২০১৮। গতকাল সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসলিন ক্যাপিটালের কো-ফাউন্ডার ও চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ, এনডিসি, পিএসসি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণ প্রজন্ম তাঁদের নিজেদের উন্নতির সাথে দেশ ও সমাজের উন্নতিতে অগ্রনী ভুমিকা রাখতে পারে। তরুণরা তাঁদের উদ্ভাবনী শক্তি ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের লক্ষ্য অর্জন  করতে সমর্থ হবেন। তরুণরা ইনোভেটিভ আইডিয়া কাজে লাগিয়ে নিজেকে প্রমাণ করতে পারেন৷       

অনুষ্ঠানে বাংলাদেশ  ইনোভেশন ফোরামের ফাউন্ডার আরিফুল হাসান অপু বলেন, তরুণদের ক্যারিয়ার নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব অনেক বেশি, আর এজন্য সঠিক গাইডলাইন দিতে আজকের এই আয়োজন ক্যারিয়ার কন ২০১৮। এতে তরুণরা সঠিক দিক নির্দেশনা পাবেন এবং নিজেদের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে তাঁদের জ্ঞান সমৃদ্ধ হবে।

ঢাকার কেএইবিতে  দুইদিন ব্যাপী এই কনফারেন্সে ১০টি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের বিষয়গুলোর মধ্যে ছিলো - করপোরেট রিক্রুটমেন্ট প্রসেস, বিল্ড ইয়োর ক্যারিয়ার ইন ব্যাংকিং সেক্টর, ক্যারিয়ার ইন এআর/ভিআর/গেমিং, সিভি রাইটিং অ্যান্ড ইন্টারভিউ ফেসিং, ফাইভ কোয়ালিটিস অফ বিকামিং অন্টারপিনিউরশিপস, মিট দি আইকন, ক্যারিয়ার অপার্চুনিটি ইন আর্মড ফোর্সেস, মোক ইন্টারভিউ, লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল জব মার্কেট।

এই আয়োজনের সহযোগী ছিলো মারকেন্টাইল ব্যাংক, গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড লার্নিং, বিডিজবস ডট কম,  ট্রাই ল্যাবস, ই-সফট ট্রেইনিং, ড্রিমার্স ল্যাব, ইন্টারেক্টিভ আরটিফেক্ট, ফ্লো ডিজিটাল ও জাগো নিউজ ২৪ ডট কম।

 - সংবাদ বিজ্ঞপ্তি

Loading...