loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ঢাকায় টেস্ট অভিষেক হলো মিথুন ও খালেদের


ঢাকায় টেস্ট অভিষেক হলো মিথুন ও খালেদের

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অভিষেক হলো বাংলাদেশের দু’জন ক্রিকেটারের। ঢাকায় রোববার (১১ নভেম্বর) বাংলাদেশের ৯১ ও ৯২তম খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছেন ব্যাটসম্যান মোহাম্মদ  মিথুন ও ডান-হাতি পেসার খালেদ আহমেদ। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

বাংলাদেশের জার্সি গায়ে ইতোমধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৭ বছর বয়সী মিথুন। আন্তর্জাতিক ক্রিকেটে পা দেয়ার সাড়ে চার বছর পর টেস্ট অভিষেক হলো মিথুনের। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে টি-২০ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন তিনি।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১২টি ওয়ানডে ও ১৩টি টি-২০ ম্যাচ খেলেছেন মিথুন। ঘরোয়া আসরে ৮৮টি প্রথম শ্রেণির ম্যাচে ১২টি শতরান ও ২৪টি অর্ধশত রানে তাঁর স্কোর ৪৭৭০। ব্যাটিং গড় ৩৫.৫৯।

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পান ২৬ বছর বয়সী খালেদ। সিরিজের দ্বিতীয় ম্যাচেই টেস্ট অভিষেক হলো তাঁর।

ঘরোয়া আসরে ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে খালেদের। বল হাতে ৪৮ উইকেট শিকার করেছেন এই ডান-হাতি পেসার। ইনিংসে তাঁর সেরা বোলিং ফিগার ৫৪ রানে পাঁচ উইকেট।

সদ্য শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগে পাঁচটি ইনিংসে ২৯৬ রানে ১১ উইকেট শিকার করেছেন সিলেট বিভাগের খালেদ। এবারের আসরে দু’বার পাঁচ ও একবার দশ উইকেট নিয়েছেন তিনি।

বাংলাদেশ একাদশ

মাহমুদউল্লাহ (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, আরিফুল হক, মোহাম্মদ মিঠুন, মুস্তাফিজুর রহমান।

Loading...