loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম নিলেন মাশরাফি


আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম নিলেন মাশরাফি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন জাতীয় ক্রিকেট (ওয়ানডে) দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মনোনয়ন ফরম কিনতে যাওয়ার আগে রোববার (১১ নভেম্বর) সকালে তিনি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম করে এসেছেন। নড়াইল-২ আসনের জন্য আজ মাশরাফির পক্ষে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

খেলোয়াড়ি জীবনের সাফল্য, নেতৃত্ব গুণ ও ব্যক্তি হিসেবে বিপুল জনপ্রিয়তা বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের নাম তুলে দিয়েছে রাজনীতির মঞ্চে।

মাশরাফির বাড়ি নড়াইল শহরে। ২০০১ সালের ৮ নভেম্বর টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর। গত ১৭ বছরে প্রতিভা, বুদ্ধি, অদম্য সাহস আর সাফল্য দিয়ে বাংলাদেশ ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন উজ্জ্বল নক্ষত্র হিসেবে।

দেশের সবচেয়ে সফল এই অধিনায়কের নেতৃত্বে বাংলাদেশ প্রথমবারের মতো উঠেছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে, চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে। দুইবার খেলেছে এশিয়া কাপের ফাইনাল। শুধু সফল অধিনায়কই নন, ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট-শিকারিও (২৫০) তিনি।

নিজ এলাকার উন্নয়নে সম্প্রতি তিনি গড়ে তুলেছেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের চেয়ারম্যানও তিনি।

এদিকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ২০১৯ বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে খেলায় আরো বেশি মনোযোগ দিতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

উল্লেখ্য, সাকিবও এবারের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন বলে সংবাদ প্রকাশিত হয়েছে।

Loading...