loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

বিবিসি’র সম্পাদক হচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলি!


বিবিসি’র সম্পাদক হচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলি!

বাস্তবজীবনে এবার বিবিসি’র সম্পাদকের দায়িত্ব নিতে যাচ্ছেন হলিউডের খ্যাতিমান অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। জানা গেছে, বড়দিনকে সামনে রেখে বিবিসি রেডিও ফোর-এর ‘টুডে’ অনুষ্ঠানটির জন্য অতিথি সম্পাদক হিসেবে কাজ করবেন তিনি। এ-বছর অ্যাঞ্জেলিনা জোলি ছাড়াও অতিথি সম্পাদক হিসেবে আরও থাকবেন ইতিহাসবিদ অ্যান্ড্রু রবার্ট, ঔপন্যাসিক কামিলা সামসি, নারীবাদী ব্লগার ছিদেরা এগুরে প্রমুখ। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

অস্কারজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি জাতিসংঘের শরণার্থীবিষয়ক বিশেষ দূত। বিভিন্ন মানবিক কাজের জন্য সুপরিচিত তিনি। জোলির এক মুখপাত্র জানিয়েছেন, ইতিমধ্যে অনুষ্ঠানটির জন্য বিবিসি রেডিওর সাংবাদিকদের সঙ্গে প্রস্তুতি নিতে শুরু করেছেন তিনি। 

জোলি বলেন, ২৮ ডিসেম্বর বিবিসির অতিথি সম্পাদকের দায়িত্ব পালন করবেন তিনি। এই অনুষ্ঠানে যুদ্ধক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা এবং বৈশ্বিক শরণার্থী সংকট নিয়ে আলোচনা করতে কয়েকজন শরণার্থী আর যুদ্ধফেরত মানুষকে আমন্ত্রণ জানাবেন তিনি।

অ্যাঞ্জেলিনা জোলি একজন অভিনেত্রী ছাড়াও চলচ্চিত্র নির্মাতা ও মানবহিতৈষী। তিনি তিনবার গোল্ডেন গ্লোব পুরস্কার, দুইবার স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার এবং একবার একাডেমি পুরস্কার লাভ করেছেন।

Loading...