loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

জনপ্রিয় গায়ক মোহাম্মদ আজিজ আর নেই


জনপ্রিয় গায়ক মোহাম্মদ আজিজ আর নেই

ভারতের জনপ্রিয় গায়ক মোহাম্মদ আজিজ আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৮ নভেম্বর) মুম্বইয়ের নানাবতী হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়াা ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। খবর ভারতীয় সংবাদ মাধ্যমের।

মোহাম্মদ আজিজ এক আধ্যাত্মিক পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর ডাক নাম মুন্না, আসল নাম সৈয়দ মোহাম্মদ আজিজ-উন-নবী। ছোটবেলা থেকেই তিনি গান করছেন। বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন তিনি। প্রথম গান করেন বাংলা ছবি ‘জ্যোতি’তে। এরপর বোম্বে থেকে একজন প্রযোজক তাঁকে ডেকে পাঠান। ১৯৮৪ সালে তিনি বোম্বে যান।

দীর্ঘ তিনদশকের সঙ্গীত জীবনে মোহাম্মদ আজিজ প্রায় ২০ হাজার গানে কণ্ঠ দিয়েছেন। তিনি একাধারে বলিউড, বাংলা ও ওড়িয়া সিনেমায় গান করেছেন। অনেক ভক্তিমূলক ভজন এবং সুফি গান গেয়ে রেকর্ডও করেছেন।

Loading...