loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

জাতীয় নির্বাচনে লড়তে মনোনয়নপত্র জমা দিলেন ৩,০৫৬ জন প্রার্থী


জাতীয় নির্বাচনে লড়তে মনোনয়নপত্র জমা দিলেন ৩,০৫৬ জন প্রার্থী

আগামী ৩০ ডিসেম্বর আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে রাজধানী ঢাকার ২০টি আসনে ২৬৫ জনসহ সারাদেশে মোট তিন হাজার ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দীন আহমেদ বুধবার (২৮ নভেম্বর) রাতে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ-তথ্য জানিয়েছেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

বুধবার বিকাল পাঁচটায় মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় পর্যন্ত ৩০০টি সংসদীয় আসনে মোট তিন হাজার ৫৬ জন প্রার্থী স্বতন্ত্র ও দলগতভাবে তাঁদের মনোনয়নপত্র জমা দেন। শেষদিনে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট এবং ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঢাকা বিভাগে ৭০৮ জন, চট্টগ্রামে ৬৮৮ জন, রংপুরে ৩৬১ জন, রাজশাহীতে ৩৫৩ জন, খুলনায় ৩৫১ জন, বরিশালে ১৮২ জন, ময়মনসিংহে ২৩৬ জন এবং সিলেট ১৭৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। 

ঢাকা-৮ আসনে সবচেয়ে বেশি ২২টি মনোনয়নপত্র জমা হয়েছে। সর্বনিম্ন চারটি মনোনয়নপত্র জমা হয়েছে মাগুরা-২ আসনে। জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে অন্তত ১০১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচন কমিশন ঘোষিত পুনঃতফসিল অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। ৯ ডিসেম্বরের মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করা যাবে।

গত ৮ নভেম্বর নির্বাচন কমিশন প্রথম দফায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করে - যখন ২৩ ডিসেম্বর ভোটের দিন নির্ধারিত হয়েছিল। এরপর বিরোধীজোটের দাবির প্রেক্ষিতে ১২ নভেম্বর পুনঃতফসিল ঘোষণা করে ইসি। নতুন তফসিলে ভোটের তারিখ ৩০ ডিসেম্বর নির্ধারিত হয়।

Loading...