loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু ৩০ জানুয়ারি


কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু ৩০ জানুয়ারি

আগামী বছরের ৩০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৪৩তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। ওইদিন সন্ধ্যায় পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার সন্নিকটে সল্টলেক সেন্ট্রাল পার্কে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতে নিযুক্ত গুয়াতেমালার রাষ্ট্রদূত জিয়োভান্নি কাসতিলো। কলকাতা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড এবং পশ্চিমবঙ্গ সরকারের সার্বিক সহযোগিতায় হবে এই বইমেলা, চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। খবর ভারতীয় সংবাদ মাধ্যমের।

মেলায় সাড়ে চারশ’ প্রকাশনা সংস্থা এবং দু’শ’ লিট্ল ম্যাগাজিনের স্টল থাকবে। বাংলাদেশ এই বইমেলায় অন্যতম দেশ হিসেবে অংশগ্রহণ করতে যাচ্ছে। পাশাপাশি ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, ভিয়েতনাম, জাপান, চীনসহ বেশ কয়েকটি দেশ নিজেদের সাহিত্য সম্ভার নিয়ে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণ করবে। 

এবারের বইমেলায় ষষ্ঠ কলকাতা সাহিত্য উৎসব হবে ৭ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। যেখানে ভারত ও বিভিন্ন দেশের লেখক, চিত্র পরিচালক, ইতিহাসবিদ, কবি, থিয়েটার, ক্রীড়াজগতের বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত থাকবেন। 

বইমেলা চলবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত।

Loading...