loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

‘মিস ইউনিভার্স’ হলেন ফিলিপাইনের ক্যাটরিওনা গ্রে


‘মিস ইউনিভার্স’ হলেন ফিলিপাইনের ক্যাটরিওনা গ্রে

ফিলিপাইনের মেয়ে ক্যাটরিওনা এলিসা গ্রে এ-বছর মিস ইউনিভার্স হয়েছেন। মিস দক্ষিণ আফ্রিকা প্রথম রানারআপ ও মিস ভেনেজুয়েলা দ্বিতীয় রানারআপ হয়েছেন। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এবারের আসরের সেরা সুন্দরীর মাথায় মুকুট পরিয়ে দেন গত বছরের মিস ইউনিভার্স দক্ষিণ আফ্রিকার দেমি নেল-পিটার্স। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

চূড়ান্ত পর্বে সবাইকে মুগ্ধ করেছেন ক্যাটরিওনা। শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেছেন, ‘‘কাউকে খাবার দিলে সে পরের দিন ফের ক্ষুধা অনুভব করবে। ওষুধ দিলে জীবনে আবারও এটার দরকার হবে। কিন্তু কাউকে শিক্ষা দিলে সে সারাজীবন এটা মনে রাখবে।’’

বর্তমানে যুক্তরাষ্ট্রে মিউজিক নিয়ে পড়াশোনা করা ২৪ বছর বয়সী ক্যাটরিওনা গ্রে’র জন্ম অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে। তাঁর বাবা স্কটিশ অস্ট্রেলিয়ান ও মা ফিলিপাইনের নাগরিক। গ্রে পেশায় একজন টিভি উপস্থাপক ও মডেল।

ক্যাটরিওনার জয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দ প্রকাশ করেছেন ফিলিপাইনের নাগরিকেরা। বিশ্ব দরবারে ফিলিপাইনের সৌন্দর্য ও আভিজাত্য তুলে ধরে জয়ী হওয়ায় ক্যাটরিওনাকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।


Loading...