loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

সুইডেন প্রবাসী বাংলাদেশিদের বিজয় দিবস উদযাপন


সুইডেন প্রবাসী বাংলাদেশিদের বিজয় দিবস উদযাপন

উমিও - উত্তরপূর্ব সুইডেনের ছোট একটি ছাত্রনির্ভর শহর। প্রায় ১৫০ জনের মতো বাংলাদেশির বাস শহরটিতে। বিগত কয়েক বছর ধরে তাঁদের প্রচেষ্টায় উমিওতে উদযাপিত হচ্ছে বিভিন্ন বাংলাদেশি উৎসব। ‘মুক্তিযুদ্ধ আমাদের অহংকার এবং বিজয় দিবস আমাদের অর্জন’ - এই স্লোগান নিয়ে এ-বছরও উমিওর একটি স্কুলে উদযাপিত হয়ে গেল বিজয় দিবস।

আয়োজকদের পক্ষ থেকে উমিও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র সৌম্য খন্দকার জানান, জাতীয় সংগীত গেয়ে উৎসব উদ্বোধন করা হয়। এরপর শুরু হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। সবার জন্য, বিশেষত প্রবাসী শিশুদের জন্য করা হয় পুঁথিপাঠ, আবৃত্তি করা হয় অ্যালেন গিন্সবার্গের ‘সেপ্টেম্বর অন যশোর রোড' ও শামসুর রহমানের ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’। 

এরপর দেশাত্মবোধক গানের মাধ্যমে বিজয়ের উৎসবে মেতে ওঠেন একঝাঁক প্রবাসী বাংলাদেশি। বিজয়ের এই আনন্দে বাঙালিরা ভুলে যায়নি বিগত বছরগুলোতে হারিয়ে যাওয়া শিল্পীদের। শাহ আব্দুল করিম, বারী সিদ্দিকী, আজম খান, সঞ্জীব চৌধুরী, লাকি আখন্দ প্রমুখদের গানের কয়েক কলি গেয়ে সংগীতে তাঁদের অবদান স্মরণ করা হয়।

অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে সুইডেনে প্রথমবারের মতো যাত্রাপালা আয়োজনের মাধ্যমে। যাত্রাপালায় উঠে আসে বিগত ও বর্তমান সময়ের বাংলাদেশের শাসনব্যবস্থার ব্যাঙ্গাত্নক ও হাস্যরসাত্নক চিত্র। দেশ থেকে যত দূরেই থাকি আমাদের বাংলাদেশি সত্ত্বা যেন হারিয়ে না যায় - সেই ধারণা থেকেই এ-আয়োজন।

- সংবাদ বিজ্ঞপ্তি

Loading...