loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

সংরক্ষিত আসন: তফসিল ফেব্রুয়ারিতে, মার্চে ভোট


সংরক্ষিত আসন: তফসিল ফেব্রুয়ারিতে, মার্চে ভোট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সদস্যবৃন্দ শপথ গ্রহণ করে কার্যভার গ্রহণ করেছেন। ইতোমধ্যে রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ করে মন্ত্রিসভা গঠনের সম্মতি দিয়েছেন। এখন সংসদের সংরক্ষিত আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

নির্বাচন আয়োজনকারী কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ফেব্রুয়ারিতে তফসিল দিয়ে মার্চের মধ্যেই ভোট গ্রহণ করা হবে। দলগুলো যোগ্যতাসম্পন্ন যে কোনো নারীকে মনোনয়ন দিতে পারবে। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলে রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপ্রাপ্তদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবেন। ২০১৪ সালে ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পর সে-বছর মার্চে ৫০ জন সংরক্ষিত নারী সদস্যই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ১ জানুয়ারি নির্বাচিতদের তথ্য গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে ২৯৮ জন নির্বাচিত জনপ্রতিনিধির নাম ঠিকানাসহ প্রকাশ করা হয়। ৩ জানুয়ারি জাতীয় সংসদের স্পিকার নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করিয়েছেন। গাইবান্ধা-৩ আসনের একজন প্রার্থী মৃত্যুবরণ করায় সেখানে আগামী ২৭ জানুয়ারি ভোট গ্রহণ করা হবে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে অনিয়মের কারণে স্থগিত তিনটি কেন্দ্রের ভোট ৯ জানুয়ারি গ্রহণ করার পর ফলাফল ঘোষণা করা হবে।

২৯৮ আসনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ২৫৭টি আসন, জাতীয় পার্টি ২২টি আসন, বিকল্পধারা বাংলাদেশ দুইটি আসন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি তিনটি আসন, জাতীয় সমাজতান্ত্রিক দল - জাসদ দুইটি আসন, জাতীয় পার্টি - জেপি একটি আসন ও বাংলাদেশ তরিকত ফেডারেশন একটি আসন পেয়েছে। মহাজোট পেয়েছে মোট ২৮৮টি আসন।

অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল -  বিএনপি পাঁচটি ও গণফোরাম দুইটি আসন পেয়েছে। জাতীয় ঐক্যফ্রন্ট মোট সাতটি আসন পেয়েছে। আর স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়েছেন তিনজন প্রার্থী।

জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পুনর্ভোটের দাবি করায় জোটটির সাতজন প্রার্থী গত ৩ জানুয়ারি শপথ গ্রহণ করেননি। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ আশরাফুল ইসলাম ব্যাংককে চিকিৎসাধীন থাকায় (রাতে তিনি মৃত্যুবরণ করেন) শপথ গ্রহণে উপস্থিত থাকতে পারেননি।

ভোটের ফলাফল গেজেট আকারে প্রকাশের পরবর্তী নব্বই দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে ১ এপ্রিলের মধ্যে এই নির্বাচন করতে হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসন পেয়েছে। তবে জাতীয় পার্টি (২২ আসন) বিরোধীদলে থাকার ঘোষণা দেওয়ায় সংসদে এই জোটের আসন সংখ্যা এখন ২৬৬। এক্ষেত্রে মহাজোট (বাংলাদেশ আওয়ামী লীগ ২৫৭ আসনে জয়লাভ করায় দলটি পাবে ৪২টি আসন) পাবে ৪৪টি সংরক্ষিত আসন। জাতীয় পার্টি পাবে তিনটি আসন।

জাতীয় ঐক্যফ্রন্টের সাতজন বিজয়ী প্রার্থী অধিবেশন শুরুর নব্বইদিন পর্যন্ত শপথ নেওয়া সুযোগ পাবেন। তারপরও শপথ না নিলে সেই আসনগুলোতে পুনরায় নির্বাচন হবে। এক্ষেত্রে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের জন্য দুইটি সংরক্ষিত আসন থাকবে। আর স্বতন্ত্র প্রার্থীরা কোনো জোটে যোগ না দিলে তাঁদের জন্য থাকবে একটি আসন।

Loading...