loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ম্যানসিটির ৯ গোলের জয়ে জাসুসের চার গোল


ম্যানসিটির ৯ গোলের জয়ে জাসুসের চার গোল

ইংলিশ লিগ কাপে বুধবার (৯ জানুয়ারি) গোল উৎসব করলো ম্যানচেস্টার সিটি! সেমিফাইনালের প্রথম লেগে তৃতীয় সারির দল বারটন অ্যালবিয়নকে ৯-০ গোলে বিধ্বস্ত করেছে পেপ গার্ডিওলার শিষ্যরা। এদিন একাই চারটি গোল করেছেন গ্যাব্রিয়েল জাসুস। লিগ কাপের সেমিফাইনালে এর আগে কোনো দল এতগুলো গোল করতে পারেনি। এই জয়ে ফলে ফাইনালে দুই পা-ই দিয়ে রাখলো ম্যান সিটি।

ইতিহাদ স্টেডিয়ামে ঐতিহ্যবাহী লিগের এই ম্যাচে বারটনকে আতিথিয়েতা জানায় সিটি। তবে অতিথিদের যেন চরম অপমানই করলো স্বাগতিকরা একের পর এক গোল তাঁদের জালে জড়িয়ে।

শুরুটা করেন বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। মাত্র পাঁচ মিনিটেই তিনি দলকে এগিয়ে দেন। চার মিনিটের ব্যবধানে ৩০, ৩৪ মিনিটে জোড়া গোল করেন ব্রাজিল তারকা জাসুস। তিন মিনিট পর ওলেকসান্দ্রে জিনচেঙ্কো গোল করলে ৪-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় সিটিজেনরা।

দ্বিতীয়ার্ধে আরও তেতে ওঠে ম্যান সিটি। ৫৭ মিনিটে ফের গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন জাসুস। ৬২ মিনিটে ফিলিপ ফোডেন ষষ্ঠ গোলটি করেন। তিন মিনিট পরে এক হালি গোলের কীর্তি গড়েন জাসুস। ৭০ মিনিটে কাইল ওয়াকার একটি গোল করেন। আর ৮৩ মিনিটে বারটনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন রিয়াদ মাহারেজ।

আগামী ২৩ জানুয়ারি বারটনের মাঠে দ্বিতীয় লেগ খেলতে যাবে সিটি।

Loading...