loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

বিশ্বের নিরাপদ এয়ারলাইনসের তালিকায় নভোএয়ার


বিশ্বের নিরাপদ এয়ারলাইনসের তালিকায় নভোএয়ার

বাংলাদেশের একমাত্র বেসরকারি সংস্থা হিসাবে সারাবিশ্বের নিরাপদ এয়ারলাইনসের তালিকায় স্থান পেয়েছে নভোএয়ার। ইন্টারন্যাশনাল এভিয়েশন সেফটি রেটিং এজেন্সি এয়ারলাইন রেটিং ডটকম-এর তথ্য অনুসারে, যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করায় নভোএয়ার তিন তারকা রেটিং পেয়েছে।

বিশ্বের ৪০৫টি বিমানসংস্থার তথ্য ১২টি মানদন্ডে বিশ্লেষণ করে এই রেটিং প্রদান করে প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, নভোএয়ার ইউরোপিয়ান ইউনিয়ন ও ফেডারেল এভিয়েশন অথরিটির অনুমোদনপ্রাপ্ত বাংলাদেশের একমাত্র বেসরকারি বিমান সংস্থা।

নভোএয়ার তার যাত্রার শুরু থেকেই সবসময় যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। সময়ানুযায়ী ফ্লাইট পরিচালনা ও সেবার সর্বোচ্চ মান নিশ্চিত করে এরই মধ্যে নভোএয়ার নিরাপদ ভ্রমণে যাত্রীদের কাছে বিশ্বস্ততা অর্জন করেছে।

নভোএয়ার এটিআর ৭২-৫০০ মডেলের ছয়টি নিজস্ব উড়োজাহাজের মাধ্যমে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর, বরিশাল, রাজশাহী ও কলকাতা রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।

- সংবাদ বিজ্ঞপ্তি

Loading...