loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ঢাকা উত্তর সিটি ও কিশোরগঞ্জ-১ এর ভোট ২৮ ফেব্রুয়ারি


ঢাকা উত্তর সিটি ও কিশোরগঞ্জ-১ এর ভোট ২৮ ফেব্রুয়ারি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)’র উপ-নির্বাচন ও কিশোরগঞ্জ-১ আসনের পুননির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি হবে। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নতুন করে যুক্ত হওয়া ১৮টি করে মোট ৩৬টি ওয়ার্ডের সাধারণ নির্বাচনও (কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর) হবে এদিন। এর মেয়াদ হবে সিটি করপোরেশনের মেয়াদ পর্যন্ত। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ মঙ্গলবার (২২ জানুয়ারি) নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনী মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ। এছাড়াও ২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ৯ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

নির্বাচন কমিশন সচিব আরও জানিয়েছেন, সাবেক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর বিজয়ী আসন কিশোরগঞ্জ-১ এর পুননির্বাচনও ২৮ ফেব্রুয়ারি হবে। এই আসনে মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ৩১ জানুয়ারি, মনোনয়ন যাচাই-বাছাই ৩ ফেব্রুয়ারি ও প্রত্যাহারের শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি। 

এছাড়া, আসন্ন উপজেলা নির্বাচন পাঁচটি পর্যায়ে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। এর মধ্যে প্রথম পর্যায়ের ভোট হবে আগামী ৮ ও ৯ মার্চ।

২০১৭ সালের ৩০ নভেম্বর ডিএনসিসি’র মেয়র আনিসুল হকের মৃত্যুতে পদটি শূন্য হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে গত বছরের ২৬ ফেব্রুয়ারি ডিএনসিসি’র মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। একই বছরের ১৪ জানুয়ারি নির্বাচন স্থগিতাদেশের ব্যাপারে দু’টি আলাদা পিটিশনের প্রেক্ষিতে বিচারপতি নায়মা হায়দার ও বিচারপতি জাফরের দ্বৈত বেঞ্চ ডিএনসিসি’র মেয়র পদে উপ-নির্বাচন ছয় মাসের জন্য স্থগিতাদেশ দেন।

এরপর গত ১৬ জানুয়ারি হাইকোর্ট জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে আর কোনো বাধা নেই।

২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

Loading...