loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

গাইবান্ধা-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত


গাইবান্ধা-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত

একাদশ জাতীয় সংসদের গাইবান্ধা-৩ আসনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ইউনুস আলী সরকার নৌকা প্রতীকে এক লাখ ২১ হাজার ১৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রোববার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় জেলা রিটার্নিং অফিসার মো. আব্দুল মতিন এই ফলাফল ঘোষণা করেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

প্রকাশিত সংবাদ অনুযায়ী, এই নির্বাচনে জাতীয় পার্টির দিলারা খন্দকার লাঙ্গল প্রতীকে ২৪ হাজার ৩৮৫ ভোট পেয়েছেন। অন্যান্যের মধ্যে জাসদ-এর এসএম খাদেমুল খুদি মশাল প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৬৩০ ভোট।

রোববার সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়।

গাইবান্ধা-৩ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত ধানের শীষের প্রার্থী জাপা’র (জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী গত ২০ ডিসেম্বর মৃত্যুবরণ করায় বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন এই আসনের স্থগিত করে গত ২৩ ডিসেম্বর পুনঃতফসিল ঘোষণা করেন।

Loading...