loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

বিপিএল: রাজশাহীকে হারিয়ে পরের পর্বে রংপুর


বিপিএল: রাজশাহীকে হারিয়ে পরের পর্বে রংপুর

বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ২৯ জানুয়ারি, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম

সংক্ষিপ্ত স্কোর

রাজশাহী কিংস: ২০ ওভারে ১৪১/৮ (ইভান্স ৩৫, কাজী আহমেদ ২২, ফজলে মাহমুদ ১৮; ফরহাদ রেজা ৩/৩০)
রংপুর রাইডার্স: ১৮.৪ ওভারে ১৪৫/৪ (রুশো ৫৫, ভিলিয়ার্স ৩৭, হেলস ১৬)
ফলাফল: রংপুর রাইডার্স ৬ উইকেটে জয়ী
ম্যাচ-সেরা: ফরহাদ রেজা (রংপুর রাইডার্স)

ফরহাদ রেজার দুর্দান্ত বোলিংয়ের পর রাইলি রুশোর অসাধারণ ব্যাটিং, তাঁদের নৈপুেণ্য ভর করেই রাজশাহী কিংসের বিপক্ষে ছয় উইকেটের জয় পেয়েছে রংপুর রাইডার্স। এই জয়ে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এল মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন রংপুর রাইডার্স। এক ম্যাচ কম খেলে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংস। এই জয়ে পরবর্তী পর্বে খেলা নিশ্চিত হয়েছে দলটির।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) চট্টগ্রামে প্রথমে ব্যাটিং করে ১৪১ রানে গুটিয়ে যায় মেহেদী হাসান মিরাজের রাজশাহী কিংস। জবাবে চার উইকেট হারিয়ে আট বল হাতে রেখেই জয় নিশ্চিত করে রংপুর।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩৬তম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করে রাজশাহী। ইনিংসের তৃতীয় ওভারেই সাজঘরে ফেরেন জনসন চার্লস। আগের ম্যাচে ৫৫ রান করা রাজশাহীর এই ক্যারিবীয় ওপেনার ফরহাদ রেজার বলে মাশরাফির হাতে ক্যাচ দিয়ে ফেরেন। এর আগে মাত্র ১২ রান করার সুযোগ পান চার্লস।

ওয়ান ডাউনে নেমে কিছু বুঝে ওঠার আগেই নাহিদুলের বলে বোল্ড মুমিনুল হক সৌরভ। আগের সাত ম্যাচে মাত্র ৭১ রান করা মুমিনুল, এদিন ফেরেন মাত্র চার রান করেন। দলীয় ৬২ রানে ফেরেন সৌম্য সরকার। চলতি বিপিএলে রানখরায় ভুগছেন জাতীয় দলের এই ওপেনার। রাজশাহীর হয়ে আগের ৭ ম্যাচে (৪, ১১*, ০, ১৮, ২, ৩ ও ২৬) সব মিলিয়ে ৬৪ রান করা সৌম্য মঙ্গলবার ফেরেন ১৬ বলে ১৪ রান করে।

সৌম্যর বিদায়ের পর নেমে সুবিধা করতে পারেননি দলীয় অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ডাউন দি উইকেটে খেলতে গিয়ে নাজমুল ইসলাম অপুর বলে বোল্ড হন তিনি। সাজঘরে ফেরার আগে চার বলে ছয় রান করেন তিনি।

দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি ফর্মে থাকা লরি ইভান্স-ও। চলতি বিপিএল-এ প্রথম শতরান করা রাজশাহীর এই ইংলিশ ক্রিকেটার এদিন ফেরেন ৩১ বলে ৩৫ রান করে। ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে ১১ বলে ১৬ রান করে অপুর দ্বিতীয় শিকারে পরিণত হন ক্রিশ্চিয়ান জান্কার।

তবে শেষ দিকে দায়িত্বশীল ব্যাটিং করেন ফজলে মাহমুদ ও আফগান খেলােয়াড় কাজী আহমেদ। শেষ ওভারে আউট হওয়ার আগে ১৮ ও ২২ রান করেন ফজলে মাহমুদ ও কাজী।

১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৩ রানে ফেরেন রংপুরের ওপেনার ক্রিস গেইল। এবার প্রত্যাশিত ব্যাটিং করতে পারছেন না গেইল। আগের দুই ম্যাচে ১ ও ২ রানে আউট হওয়া রংপুরের ক্যারিবীয় হার্ডহিটার ব্যাটসম্যান এদিন ফেরেন মাত্র ১০ রানে। চলতি বিপিএল-এ ৯ ম্যাচে ১১.৮৯ গড়ে ১০৭ রান করেছেন গেইল।

তবে রংপুরের হয়ে দুর্দান্ত ব্যাটিং করছেন রাইলি রুশো ও অ্যালেক্স হেল্স। রান সংগ্রহের দিক থেকে শীর্ষে রয়েছেন রুশো। হেলস-রুশো এবং এবি ডি ভিলিয়ার্সরা নিয়মিত রান করে যাওয়ায় টানা জয় পাচ্ছে রংপুর। দলের জয়ের কারণে সেভাবে নজরে আসছে না গেইলের ব্যাটিং-ব্যর্থতা।

তবে টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাটিং-দানব হিসেবে ক্রিস গেইলের যে-জনপ্রিয়তা রয়েছে, তাতে তাঁর ব্যাটিং দেখার জন্য এখনও অপেক্ষায় থাকেন দর্শকরা। কিন্তু ভক্ত-সমর্থকদের সেই প্রত্যাশা পূরণে এবার ব্যর্থ গেইল।

গেইলের বিদায়ের পর ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা রাইলি রুশোর সঙ্গে ৪১ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন অ্যালেক্স হেল্স। আগের দুই ম্যাচে ১০০ ও ৮৫* রান করা হেলস এদিন ফেরেন ১৬ রানে।

এরপর চার নম্বরে নামা এবি ডি ভিলিয়ার্সকে সঙ্গে নিয়ে ৭১ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান রুশো। আগের দুই ম্যাচে ১০০ ও ০ রান করা রুশো এদিন কামরুল ইসলাম রাব্বির বলে বোল্ড হওয়ার আগে ৪৩ বলে পাঁচটি চার ও তিন ছক্কায় ৫৫ রান করেন।

জয়ের জন্য শেষ দিকে ২০ বলে রংপুরের প্রয়োজন ছিল মাত্র ১৫ রান। এমন অবস্থায় উইকেট হারান এবি ডি ভিলিয়ার্স। আগের ম্যাচে শতরান করা রংপুর রাইডার্সের এই হার্ডহিটার ব্যাটসম্যান এদিন ফেরেন ২৭ বলে তিন ছক্কায় ৩৭ রান করে। শেষ দিকে সাত বলে ১১ রান করে দলের জয় নিয়েই মাঠ ছাড়েন নাহিদুল ইসলাম।

Loading...