loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

প্রিমিয়ার লিগে চেলসির লজ্জা, লিভারপুলের হোঁচট


প্রিমিয়ার লিগে চেলসির লজ্জা, লিভারপুলের হোঁচট

ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ লজ্জা পেলো ফুটবল ক্লাব চেলসি। মাঝারি মানের দল এএফসি বোর্নমাউথের কাছে চার-চারটি গোল হজম করেছে সারি’র শিষ্যরা। অন্যদিকে লেস্টার সিটির বিপক্ষে হোঁচট খেয়েছে শীর্ষে থাকা লিভারপুল।

বুধবার (৩০ জানুয়ারি) ঘরের মাঠ ভিটালিটি স্টেডিয়ামে বোর্নমাউথ-এর জোশুয়া কিং ৪৭ ও ৭৪ মিনিটে জোড়া গোল করেছেন। এছাড়া ব্রুকস ও ড্যানিয়েল একটি করে গোল করে ব্লুজদের উড়িয়ে দেন।

এদিকে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা লিভারপুল ঘরের মাঠ অ্যানফিল্ড-এ লেস্টারের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। ম্যাচের তৃতীয় মিনিটে সাদিও মানের গোলে লিভারপুল এগিয়ে গেলেও প্রথমার্ধের অন্তিম সময়ে লেস্টার সিটির হ্যারি ম্যাগুইর সমতা আনেন। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় ইয়র্গান ক্লপের শিষ্যদের।

২৪ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে লিভারপুল। ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। টটেনহ্যাম হটস্পার ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। ৪৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে চেলসি। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে থেকে চতুর্থ স্থানে আছে আর্সেনাল। ৪৫ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড-এর অবস্থান ষষ্ঠ।

Loading...