loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

‘শুরুতে শনাক্ত হলে ক্যান্সার নিরাময় সম্ভব’


‘শুরুতে শনাক্ত হলে ক্যান্সার নিরাময় সম্ভব’

ক্যান্সার ছোঁয়াচে নয়। এ-নিয়ে গণমানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। তিনি বলেন, “শুরুতে ক্যান্সার নির্ণয় বা চিহ্নিত করা গেলে অধিকাংশ ক্ষেত্রেই তা নিরাময় করা সম্ভব হয়। এটি ছোঁয়াচে কোনও রোগ নয়।” সোমবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

বিএসএমএমইউ’র বি ব্লকের সামনের বটতলায় এই র‌্যালি ও সমাবেশের আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার (অনকলোজি) বিভাগ, শিশু হেমাটোলজি অ্যান্ড অনকলোজি বিভাগ ও ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফিশিয়াল সার্জারি বিভাগ। সমাবেশে উপাচার্য বলেন, “দিবসটির এবারের প্রতিপাদ্য ‘আমি আছি এবং আমি থাকবো’ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যান্সার রোগীদের পাশে আমরা সবাই আছি এবং থাকবো। ক্যান্সার প্রতিরোধের জন্য আমরা সর্বদাই সচেষ্ট থাকবো।”

র‌্যালিতে বিএসএমএমইউ-এর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, গাইনোকলোজিক্যাল অনকলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাবেরা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

Loading...