loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

কাসডা ব্র্যান্ডের নেটওয়ার্কিং পণ্য এখন বাংলাদেশে


কাসডা ব্র্যান্ডের নেটওয়ার্কিং পণ্য এখন বাংলাদেশে

বাংলাদেশে পাওয়া যাচ্ছে  ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের স্বনামধন্য কাসডা ব্র্যান্ডের নেটওয়ার্কিং পণ্য। কাসডার একমাত্র পরিবেশক হিসাবে সম্প্রতি স্পিড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মনোনীত হয়েছে।

কাসডা ব্র্যান্ডের রয়েছে কেডাব্লিউ৫৫১৫, ৩০০ এমবিপিএস গতির ওয়্যারলেস রাউটার - যাতে রয়েছে দুইটি এন্টেনা, চারটি ল্যান পোর্ট ও একটি ওয়ান পোর্ট ও সুপিরিয়র ওয়াই-ফাই কাভারেজ। দাম ১ হাজার ১৭৫ টাকা।

কেডাব্লিউ৬৫১২ রাউটারটি ৭৫০ এমবিপিএস গতির ডুয়াল ব্র্যান্ড ওয়্যারলেস রাউটার যাতে তিনটি এক্সটার্নাল অ্যান্টেনা, একটি ওয়ান পোর্ট ও চারটি ল্যান পোর্ট রয়েছে। দাম ২ হাজার ২৫০ টাকা।

এছাড়াও রয়েছে এসি১২০০ এমবিপিএস ওয়্যারলেস রাউটার - যাতে রয়েছে চারটি এক্সটার্নাল এন্টেনা। দাম ২ হাজার ৮৫০ টাকা। আরও রয়েছে আট পোর্টের নেটওয়ার্ক সুইচ।

কাসডার এলটিই-ফোরজি পকেট রাউটারটিতে এক সাথে ৩২ জন ব্যবহারকারী সংযুক্ত হতে পারে। রাউটারটিতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় টানা ১২ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম - যা অন্যান্য ব্রান্ডের তুলনায় প্রায় দ্বিগুণ। এতে আরও রয়েছে মোবাইল সিমস্লট ও মাইক্রো এসডি কার্ড স্লট। দাম ৪ হাজার ৯০০ টাকা।

কাসডা ব্রান্ডের সকল রাউটারের ওয়্যারলেস রেঞ্জ ও পাওয়ার সমসাময়িক অন্যান্য ব্রান্ডের তুলনায় অনেক সমৃদ্ধ ও বেশি কাভারেজ সম্পন্ন। 

বিস্তারিত জানতে যোগাযোগ: 

স্পিড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লি., ফোন: ০১৮১১-৪২০৩০২। ওয়েবসাইট: speedtechbd.com

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...