loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

প্রথম স্পিন বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন রশিদ


প্রথম স্পিন বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন রশিদ

বিশ্বের সপ্তম ও প্রথম স্পিন বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন আফগানিস্তানের রশিদ খান। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে এই হ্যাটট্রিক করেন তিনি।

আয়ারল্যান্ডের ব্যাটিং ইনিংসের ১৮তম ওভারে প্রথম তিন বলে তিন উইকেট তুলে নিয়ে নিজের টি-২০ ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিকের স্বাদ নেন রশিদ। তাঁর শিকার হয়েছিলেন জর্জ ডকরেল, শেন গেটকেট ও সিমি সিং।

রশিদের আগে টি-২০ ইতিহাসে হ্যাটট্রিক করেছিলেন অস্ট্রেলিয়ার ব্রেট লি, নিউজিল্যান্ডের জ্যাকব ওরাম ও টিম সাউদি, শ্রীলংকার থিসারা পেরেরা ও লাসিথ মালিঙ্গা এবং পাকিস্তানের ফাহিম আশরাফ। এই ছয়জনের সবাই পেসার। সেখানে প্রথম স্পিনার হিসেবে খাতায় নাম ওঠালেন রশিদ।

রশিদের হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট শিকারের ম্যাচে ৩২ রানে জিতে আয়ারল্যান্ডকে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছে আফগানিস্তান।

টি-২০ ক্রিকেটে হ্যাটট্রিক:

বোলার                                        প্রতিপক্ষ        ভেন্যু             সাল

ব্রেট লি (অস্ট্রেলিয়া)                 বাংলাদেশ    কেপটাউন    ২০০৭/০৮

জ্যাকব ওরাম (নিউজিল্যান্ড) শ্রীলংকা         কলম্বো          ২০০৯

টিম সাউদি (নিউজিল্যান্ড)    পাকিস্তান       অকল্যান্ড       ২০১০/১১

থিসারা পেরেরা (শ্রীলংকা)      ভারত                  রাচি              ২০১৫/১৬

লাসিথ মালিঙ্গা (শ্রীলংকা)      বাংলাদেশ          কলম্বো          ২০১৬/১৭

ফাহিম আশরাফ (পাকিস্তান) শ্রীলংকা           আবুধাবি        ২০১৭/১৮

রশিদ খান (আফগানিস্তান)    আয়ারল্যান্ড    দেরাদুন         ২০১৮/১৯

Loading...