loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

প্রথম জাতীয় ভোটার দিবস উদযাপন


প্রথম জাতীয় ভোটার দিবস উদযাপন

আজ ১ মার্চ জাতীয় ভোটার দিবস। ব্যাপক-উৎসাহ উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে ঢাকাসহ সারাদেশে দিবসটি পালন করা হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস পালনের সকল প্রস্তুতি গ্রহণ করেছে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

ভোটার দিবস উপলক্ষ্যে সকালে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ থেকে একটি র‌্যালি বের হয়ে শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে গিয়ে শেষ হবে। প্রধান নির্বাচন কমিশনার খান মো. নূরূল হুদাসহ চারজন নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব র‌্যালিতে অংশ নেবেন।

বিকেলে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ প্রধান অতিথি এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

এছাড়া সারাদেশে র‌্যালি, আলোচনাসভাসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আনন্দমুখর পরিবেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়েও জাতীয় ভোটার দিবস পালন করা হবে বলে ইসি সচিবালয়ের সচিব হেলালউদ্দীন আহমদ সাংবাদিকদের জানিয়েছেন।

গণতন্ত্র, নির্বাচন, ভোটাধিকার বিষয়ে সাধারণ জনসাধারণ ও তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছর জাতীয় ভোটার দিবস উদযাপনের গুরুত্ব রয়েছে। দিবসটি মূলত গণসচেতনতা ও প্রচারণামূলক হওয়ায় সাধারণ জনগণসহ তরুণ ভোটারদের মধ্যে আগ্রহ, উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ দিবস।

গত বছরের ৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় দিবসটি পালনের অনুমোদন দেয়া হয়। সরকারের সিদ্ধান্ত অনুসারে এখন থেকে প্রতিবছর ১ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করা হবে।

Loading...