loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

সাউথইস্ট বিশ্ববিদ্যালয় সাহিত্য পুরস্কার পেলেন চারজন গুণী


সাউথইস্ট বিশ্ববিদ্যালয় সাহিত্য পুরস্কার পেলেন চারজন গুণী

নিজ নিজ ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে চারজন গুণী ব্যক্তিত্ব পেয়েছেন ‘সাউথইস্ট বিশ্ববিদ্যালয় সাহিত্য পুরস্কার ২০১৮’ ও আজীবন ‌সম্মাননা।

আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। কথাসাহিত্যে সেলিনা হোসেন ও প্রাবন্ধিক আবুল মোমেন পুরস্কার পেয়েছেন। শনিবার (৯ মার্চ) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁদের হাতে এই পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। এছাড়া সম্মানিত অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান মো. রেজাউল করিম। 

জুরি বোর্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান ও লোকগবেষক ড. শামসুজ্জামান খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ‘সাউথইস্ট বিশ্ববিদ্যালয় সাহিত্য পুরস্কার ২০১৮’-এর আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এম এ হাকিম।

Loading...