loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ভায়াদোলিদকে হারিয়ে অবশেষে জয় দেখলো রিয়াল


ভায়াদোলিদকে হারিয়ে অবশেষে জয় দেখলো রিয়াল

অবশেষে পরাজয়ের বৃত্ত থেকে বের হয়ে এলো রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ফুটবল লিগে পয়েন্ট টেবিলের ১৬ নম্বর দল রিয়াল ভায়াদোলিদকে ৪-১ গোলে হারিয়েছে গ্যলাকটিকোরা। 

তিন ম্যাচ পর জয়ের দেখা পেলো দলটি। সম্প্রতি ঘরের মাঠে প্রথমে বার্সেলোনার কাছে হেরে স্প্যানিশ কোপা ডেল রে থেকে বিদায় নেয় দলটি। পরবর্তী সময়ে লিগ ম্যাচে আবারও বার্সেলোনার কাছে হারে রিয়াল। এরপর ঘরের মাঠেই আবার আয়াক্সের কাছে হেরে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয় স্প্যানিশ জায়ান্টরা।

রোববার (১০ মার্চ) ম্যাচের শুরু থেকেই অবশ্য পূর্ণ ছন্দে ছিল না রিয়াল। ১১ মিনিটের মাথায় ভায়াদোলিদের ওসকার প্লানোকে ফাউল করায় পেনাল্টি পায় দলটি। কিন্তু রুবেন আলকারাজের প্রচেষ্টা অনেক উপর দিয়ে যায়। ফলে নিশ্চিত গোল-বঞ্চিত হয় ভায়াদোলিদ।

১৩ মিনিটে ভায়াদোলিদের গার্দিওলা জাল খুঁজে পান। কিন্তু ভিডিও রিভিউতে অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেন রেফারি। ১৮ মিনিটে গার্দিওলা আবারও রিয়ালের জালে বল পাঠান। তবে অফসাইডের কারণে এই গোলটিও বাতিল হয়।

অবশ্য ২৯ মিনিটে আর আটকনো যায়নি ভায়াদোলিদকে। কেকো ক্রস থেকে ডিবক্সে বল পেয়ে ট্যাকেল করে বল দেন মোহাম্মদ তুহামির পায়ে। দারুণ প্লেসিং শটে গোল করে দল লিড এনে দেন তিনি।

যাহোক, সমতায় ফিরতে সময় নেয়নি মাদ্রিদ। ৩৪ মিনিটে কর্নার থেকে গোল করে মাদ্রিদকে সমতায় ফেরান রাফায়েল ভারানে। ৪৪ মিনিটে ক্যাসামিরোর একটি জোড়ালো শট ফিরিয়ে দেন ভায়াদোলিদ গোলরক্ষক।

৪৯ মিনিটে ভায়াদোলিদের ভাতুহামি গোল করার একটি সহজ সুযোগ নষ্ট করেন। ৫১ মিনিটে পেনাল্টি পায় মাদ্রিদ। স্পট কিক থেকে গোল করে ২-১ গোলের লিড এনে দেন করিম বেনজেমা। ৫৯ মিনিটে কর্ণার থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন বেনজেমা (৩-১)। 

৮০ মিনিটে ক্যাসামিরো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় মাদ্রিদ। ৮৪ মিনিটে পেনাল্টি ডি-বক্সের বাঁ পাশ থেকে বাঁকানো দারুণ শটে গোল করেন লুকা মড্রিচ। ফলে ৪-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

এই জয়ে লা লিগায় ২৭ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে অবস্থান করছে সান্টিয়াগো সোলারির শিষ্যরা।

Loading...