loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

রোনাল্ডোর হ্যাটট্রিক, দারুণ জয়ে শেষ আটে ইউভেন্টাস


রোনাল্ডোর হ্যাটট্রিক, দারুণ জয়ে শেষ আটে ইউভেন্টাস

ক্রিস্টিয়ানো রোনাল্ডো এখনও ফুরিয়ে যাননি - এর প্রমাণ আবারও দিলেন মঙ্গলবার (১২ মার্চ)। তাঁর দুর্দান্ত হ্যাটট্রিকেই অ্যাটলেটিকো মাদ্রিদকে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগে ৩-০ গোলে হারিয়ে এবং দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জিতে আসরটির কোয়ার্টার ফাইনালে উঠেছে ইউভেন্টাস। অথচ প্রথম লেগে অ্যাটলেটিকোর মাঠে ২-০ গোলে হেরে এবারের চ্যাম্পিয়ন্স লিগ থেকেই বিদায় নেওয়ার আশঙ্কাই দেখা দিয়েছিল দলটির।

দ্বিতীয় লেগে ঘরের মাঠে অ্যাটলেটিকোকে আতিথেয়তা জানায় ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা। খেলায় দাপট দেখিয়েই জয় তুলে নেয় স্বাগতিক দল। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা ইউভেন্টাস ২৭ মিনিটে এগিয়ে যায়। ফেদেরিকো বের্নারদেস্কির ক্রসে হেড থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনাল্ডো। 

৪৯ মিনিটে এই পর্তুগিজ তারকার আরেকটি হেড ইটালিয়ান জায়ান্টদের ব্যবধান দ্বিগুণ করার পাশাপাশি দুই লেগ মিলিয়ে ২-২ গোলে সমতা আনে। তাঁর হেড ইয়ান ওবালাক ঠেকালেও গোললাইন পেরিয়ে যায়। পরে ভিএআর প্রযুক্তিতে গোলটি হয়। 

শেষদিকে পেনাল্টি থেকে গোল করে ইউভেন্টাসের জয় নিশ্চিত করার পাশাপাশি নিজের হ্যাটট্রিক পূরণ করেন চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে সবচেয়ে সফল এই ফুটবল তারকা। 

এর আগে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইউভেন্টাসে যোগ দেওয়ার পর লিগে গোল পেলেও ইউরোপ-সেরা আসরে গােল না পাওয়ায় সমালোচনার শিকার হয়েছিলেন রোনাল্ডো। এবারের আসরে এই ম্যাচের আগে মাত্র একটি গোল করেছিলেন তিনি। এবার হ্যাটট্রিকে নিজের জাত আরও একবার চিনিয়ে দিলেন সিআর সেভ্ন।

Loading...