loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে বার্সার প্রতিপক্ষ ম্যানইউ


চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে বার্সার প্রতিপক্ষ ম্যানইউ

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ড্র অনুষ্ঠিত হয়েছে। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে এবার ম্যানচেস্টার ইউনাইটেডকে পেয়েছে বার্সেলোনা। এর আগে ২০০৯ ও ২০১১ সালের আসরেও দুই দল মুখোমুখি হয়েছিল, যেখানে লিওনেল মেসির গোলে জয় পেয়েছিল ক্যাটালান ক্লাবটি।

এদিকে ইউরোপীয় প্রতিযোগিতায় প্রথমবারের মতো কোয়ার্টারে মুখোমুখি হচ্ছে দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও টটেনহাম হটস্পার। এছাড়া ১৬ বছর পর শেষ আটে পা রাখা আয়াক্সকে মোকাবেলা করবে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ইউভেন্টাস।

শেষ আটের চতুর্থ ইংলিশ ক্লাব লিভারপুল প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে পর্তুগিজ ক্লাব পোর্তোকে। গতবার এই পোর্তোকে দুই লেগ মিলিয়ে ৫-০ গোলে হারিয়েছিল ‘অলরেড’রা।

সেমিফাইনালে টটেনহাম বা ম্যান সিটির সঙ্গে দেখা হবে আয়াক্স কিংবা ইউভেন্টাসের। অন্যদিকে, ম্যান ইউনাইটেড কিংবা বার্সেলোনার সাক্ষাৎ হবে লিভারপুল কিংবা পোর্তোর সঙ্গে।

এবারের ড্র কিছুটা শূন্য শূন্য মনে হতে পারে, কারণ ২০০৫-০৬ মৌসুমের পর এই প্রথম শেষ আটে উঠতে ব্যর্থ হয়েছে টানা তিনবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। এবার নিয়ে টানা ১২বার শেষ আটে জায়গা করে নিলো বার্সেলোনা। শেষ আটে প্রথমে ম্যান ইউনাইটেডের আতিথেয়তা নেবে দলটি। 

একসময়ের ইউরোপীয় ফুটবলের পরাশক্তি আয়াক্সের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। ১৯৯৬ সালের ফাইনালে ক্লাবটির কাছে হেরে গিয়েছিল আয়াক্স। সেবার পেনাল্টি শুট আউটে জিতে উৎসব করেছিল সিরি আ’র চ্যাম্পিয়ন দলটি।

অবশ্য ইউভদের হারিয়ে দেওয়ার ইতিহাসও আছে আয়াক্সের। ১৯৭৩ সালে সে-সময়ের ইউরোপিয়ান কাপের ফাইনালে ১-০ গোলে জয় পেয়েছিল ডাচ জায়ান্টরা। তবে আয়াক্সের সঙ্গে সর্বশেষ ১০টি ম্যাচে অপরাজিত রয়েছে ইউভেন্টাস।

Loading...