loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন ৫ মে


ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন ৫ মে

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনের তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। দ্বাদশ সিটি কর্পোরেশন হিসাবে গেজেট প্রকাশের প্রায় পাঁচ মাস পর আগামী ৫ মে ভোটগ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা হয়েছে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

আগামী ৫ মে অনুষ্ঠেয় ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে। সোমবার (২৫ মার্চ) প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে নির্বাচন কমিশনের ৪৬তম সভায় এই সিদ্ধান্ত হয়েছে। এদিন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনের তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ।

আগামী ৫ মে ভোটগ্রহণের দিন নির্ধারণ করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, ৫ মে ভোট হবে। মেয়র ও কাউন্সিলর পদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নত্র জমার শেষ তারিখ ৮ এপ্রিল; মনোনয়নপত্র বাছাই ১০ এপ্রিল ও প্রত্যাহারের শেষ তারিখ ১৭ এপ্রিল। এই সিটি কর্পোরেশনের ১৩০টি কেন্দ্রের সবগুলোতেই ভোটগ্রহণ হবে ইভিএম-এর মাধ্যমে।

এ-বছরের জানুয়ারি মাসে ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে ৩৩টি সাধারণ ও ১১টি সংরক্ষিত ওয়ার্ডে ভাগ করে সীমানা-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

গত ১৫ অক্টোবর ময়মনসিংহকে বাংলাদেশের দ্বাদশ সিটি কর্পোরেশন গঠনের গেজেট প্রকাশ করে সরকার।

Loading...