loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ইংল্যান্ড ও ফ্রান্সের বড় জয়, ফের হোঁচট পর্তুগালের


ইংল্যান্ড ও ফ্রান্সের বড় জয়, ফের হোঁচট পর্তুগালের

ইউরো ২০২০ ফুটবল বাছাইপর্বে ফ্রান্স ও ইংল্যান্ড বড় জয় পেলেও আবারও হোঁচট খেয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। সার্বিয়ার সাথে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দলটি। 

প্রথম ম্যাচেও ইউক্রেনের সাথে গোলশূন্য ড্র দিয়ে ইউরো বাছাইপর্ব শুরু করেছিল পর্তুগাল। এদিকে মন্টেনেগ্রোর বিপক্ষে ৫-০ গোলের জয় পেলেও পুরো ম্যাচে ইংলিশ খেলোয়াড়দের উদ্দেশ্য করে স্বাগতিক সমর্থকদের বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছে।

আইসল্যান্ডের বিপক্ষে নিজেদের মাঠ স্টাডে দি ফ্রান্সে ফরাসিরা একটু বেশিই আগ্রাসী ছিল। বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে আইসল্যান্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিতে ভুল করেনি ফ্রান্স। ম্যাচে কিলিয়ান এমবাপ্পে এক গোল করা ছাড়াও সতীর্থদের দুই গোল সহায়তা করেছেন। দুই ম্যাচে দুই জয়সহ গ্রুপ এইচ-এর শীর্ষে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দলটি।

স্যামুয়েল উমতিতি, অলিভার জিরু, এমবাপ্পে ও আতোঁয়ান গ্রিজম্যান প্রত্যেকে সোমবার (২৫ মার্চ) গোল পেয়েছেন। জিরু ফ্রান্সের হয়ে ক্যারিয়ারের ৩৫তম গোল করেছেন। ফ্রান্স জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় বর্তমানে তাঁর অবস্থান তৃতীয়। ৫১ গোল নিয়ে এই তালিকায় শীর্ষে রয়েছেন থিয়েরি অঁরি। ৪১ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন মিশেল প্লাটিনি।

বাছাইপর্বের প্রথম ম্যাচে মলডোভাকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছির ফ্রান্স। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে দলটি এখন তুরস্কের চেয়ে গোল ব্যবধানে এগিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে। সোমবার  তুরস্ক মলডোভার বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে।

গ্রুপ-এ’তে পিছিয়ে গিয়েও মন্টেনেগ্রোর বিপক্ষে ৫-১ গোলের বড় জয় পেয়েছে ইংল্যান্ড। এর আগে প্রথম ম্যাচে রাহিম স্টার্লিংয়ের হ্যাটট্রিকে ইংল্যান্ড ৫-০ গোলে চেক রিপাবলিককে বিধ্বস্ত করেছিল। তবে পোডোগোরসিয়ার মাঠে মন্টেনেগ্রোর বিপক্ষে বর্ণবাদী আচরণের অভিযোগ উঠায় তা দলের উপর প্রভাব ফেলেছে।

সফরকারীদের হয়ে পঞ্চম গোল করার পর স্টার্লিং স্বাগতিক সমর্থকদের উদ্দেশ্য করে কানে হাত দিয়ে আনন্দ উদযাপন করেন। ইংলিশ ম্যানেজার গ্যারেথ সাউথগেট জানিয়েছেন, ড্যানি রোসকে উদ্দেশ্য করে স্বাগতিক সমর্থকদের বর্ণবাদী মন্তব্যের বিপক্ষে তিনি ইউয়েফাতে রিপোর্ট করবেন।

১৭ মিনিটে মার্কো ভেসোভিচের গোলে এগিয়ে গিয়েছিল মন্টেনেগ্রো। এরপরে ইংল্যান্ড যেভাবে ম্যাচে ফিরে এসে জিতেছে তাতে এটাই প্রমাণ হলো যে - আগামী বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দলটি অন্যতম ফেবারিট। 

৩০ মিনিটে মাইকেল কিনের গোলে সমতায় ফেরে ইংল্যান্ড। ৩৮ ও ৫৯ মিনিটে রস বার্কলির পরপর দুই গোলে লিড পায় সফরকারীরা। ৭১ মিনিটে হ্যারি কেনের চতুর্থ গোলের পর ৮০ মিনিটে স্টার্লিং দলের জয় নিশ্চিত করেন।

এদিকে সম্পূর্ণ ভিন্ন চিত্র ছিল লিসবনে। বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ফার্নান্দো সান্তোসের পর্তুগাল ঘরের মাঠে সার্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। এর আগে গ্রুপ-বি’র প্রথম ম্যাচে ইউক্রেনের সাথে গোলশূন্য ড্র করেছিল পর্তুগিজরা।

তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে গেছে রোনাল্ডোর ইনজুরি। পেশির আঘাতের কারণে ৩১ মিনিটে মাঠ ছাড়েন সিআর সেভেন। আগামী ১০ এপ্রিল ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে আয়াক্সের বিপক্ষে ইউভেন্টাসের হয়ে তাঁর মাঠে নামাই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

পেনাল্টি স্পট থেকে সাত মিনিটে প্লেমেকার ডুসান টাডিচ সার্বিয়াকে এগিয়ে দেন। দুই মিনিট পর রোনাল্ডো সমতা ফেরানোর সুযোগ পেলেও সার্বিয়ান গোলরক্ষক মার্কো ডিমিত্রোভিচের দক্ষতায় তা হাতছাড়া হয়। এরপর বাম প্রান্ত থেকে একটি বল চেজ করতে গিয়ে ১৫৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলা রোনাল্ডো পেশির টানের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন। 

তাঁর অনুপস্থিতিতে ডানিলো পেরেইরা ৪২ মিনিটে পর্তুগালের পক্ষে সমতা ফেরান।

Loading...