loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ধানমণ্ডি-আজিমপুর রুটে চক্রাকার বাস সার্ভিস উদ্বোধন


ধানমণ্ডি-আজিমপুর রুটে চক্রাকার বাস সার্ভিস উদ্বোধন

রাজধানীর ধানমণ্ডি-সায়েন্স ল্যাব-নিউমার্কেট-আজিমপুর রুটে চক্রাকার বাস সার্ভিস চালু হয়েছে। শীতাতাপ নিয়ন্ত্রিত এই অত্যাধুনিক বাস সার্ভিস বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন-বিআরটিসির তত্ত্বাবধানে চালু করা হয়। বুধবার (২৭ মার্চ) কলাবাগান মাঠের সামনে থেকে এই সেবা উদ্বোধন করেন ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

বাস সার্ভিস উদ্বোধন করে সাঈদ খোকন বলেন, “আমরা আশা করি, চক্রাকার বাস সার্ভিসের মাধ্যমে এই এলাকায় যানজট কমবে। উন্নত সেবা ও শৃঙ্খলা নিশ্চিত হবে। আমরা চাই আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত হোক। আমরা আশা করি, এই প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি নাগরিকরা সচেতন হবে। আমরা সর্বোচ্চ সেবা সর্বনিম্ন মূল্যে নিশ্চিত করবো।”

এই বাসে সর্বনিম্ন ভাড়া হবে ১০ এবং সর্বোচ্চ ৩০ টাকা।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, “আমরা সবাই একসঙ্গে কাজ করে একটি নিরাপদ সড়ক নিশ্চিত করবো। শিগগিরই বিষয়টি দৃশ্যমান হবে।”

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, এরপরে উত্তরা ও মতিঝিলে আরও দুইটি চক্রাকার বাস চালু করা হবে।

নির্ধারিত রুটের ৩৬টি স্থানে বাসগুলো থামবে এবং সেখানে থাকবে টিকিট কাউন্টার। টিকিট কিনে লাইনে দাঁড়িয়ে বাসে উঠতে হবে। ৫ থেকে ১০ মিনিট পর পর রাস্তার দুই পাশেই বাস চলাচল করবে।

ঢাকা পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান খন্দকার রাকিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরটিসি চেয়ারম্যান মশিউর রহমান, বিআরটিএ চেয়ারম্যান ফরিদ উদ্দিন ভুইয়া প্রমুখ।

চক্রাকার রুটের স্টপেজসমূহ -

কাঁটাবন-নীলক্ষেত সড়কে এলইডি সাইনের সামনে-বিপরীতে, মিরপুর রোডে নিউমার্কেট-সায়েন্স ল্যাব রুটে নিউমার্কেট বাস-বে এবং সায়েন্সল্যাব-নিউমার্কেট রুটে বলাকা সিনেমা হলের সামনে, মিরপুর রোডে ঢাকা কলেজ-সায়েন্সল্যাব রুটে টিচার্স ট্রেনিং কলেজ এবং সায়েন্সল্যাব-ঢাকা কলেজ রুটে জনতা ব্যাংক, ধানমন্ডি ২নং রোডে পপুলারের পশ্চিমে এবং সিটি কলেজের পশ্চিমে, সাত মসজিদ রোডে (বিজিবি গেটের পাশে) ব্যাংক এশিয়ার সামনে, সীমান্ত ব্যাংক যাত্রী ছাউনি, সাত মসজিদ রোডে ইউল্যাবের সামনে, মেডিনোভার সামনে, শংকর বাস স্ট্যান্ড, কবি নজরুল ইনস্টিটিউট ইন্টারসেকশন (জেনেটিক প্লাজার সামনে ও বিপরীতে), কলাবাগান মাঠের বিপরীতে ও পাশে এবং পলাশী মোড় ও আজিমপুর মোড়।

Loading...