loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

প্রিমিয়ার লিগে আবারও শীর্ষে লিভারপুল


প্রিমিয়ার লিগে আবারও শীর্ষে লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের দৌড়ে টিকে রয়েছে লিভারপুল। শুক্রবার (৫ এপ্রিল) সাউদাম্পটনের বিপক্ষে পিছিয়ে পড়েও ৩-১ গোলের দারুণ এক জয় দিয়ে আবারও পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে অল রেডরা।

সেইন্ট ম্যারি’জ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বল দখলে নিয়ে খেলতে থাকে লিভারপুল। তবে প্রথমে গোল হজম করে বসে দলটি। নয় মিনিটের মাথায় বাঁ পাশ থেকে সাউদাম্পটনের একটি ক্রস থেকে পেনাল্টি ডিবক্সের মধ্যে হেড দিয়ে পাস দেন এমিলে। ফাঁকায় দাঁড়িয়ে থাকা শানে লং বল পেয়ে ডান পায়ের শটে বল জালে জড়ান। ১-০ গোলে এগিয়ে যায় সাউদাম্পটন।

১৬ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল লিভারপুল। ডান পাশ দিয়ে মোহাম্মদ সালাহ’র ক্রসে সাদিও মানের করা হেড ফিরিয়ে দেন সাউদাম্পটন গোলরক্ষক। তবে ৩৬ মিনিটে সফল হয় লিভারপুল। ডান পাশ থেকে আলেক্সান্ডার আরনল্ডের ক্রস থেকে হেড দিয়ে দলকে সমতায় ফেরান নেবি কেইটা (১-১)।

বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে দু’দলই। গতিময় ফুটবল খেলতে থাকেন তাঁরা। তবে ৮০ মিনিটে লিড নেয় লিভারপুল। জর্ডান হেন্ডারসনের হেড দিয়ে দেওয়া পাস থেকে গোল করেন মোহাম্মদ সালাহ (২-১)। পরে ব্যবধান বাড়ায় অল রেডরা। ৮৬ মিনিটে রবার্টো ফারমিনোর বাড়িয়ে দেওয়া বল বাঁ পায়ের শটে জালে জড়ান হেন্ডারসন (৩-১)।

বাকিটা সময় আর কেউ গোলের দেখা না পেলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ক্লপের শিষ্যরা।

এই জয়ে ম্যানচেস্টার সিটির চেয়ে এক ম্যাচে বেশি খেলে ৩৩ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে লিভারপুল।

Loading...