loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

অভিনেতা টেলি সামাদ আর নেই


অভিনেতা টেলি সামাদ আর নেই

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা টেলি সামাদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৬ এপ্রিল) দুপুর দুইটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

না ফেরার দেশে চলে গেলেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা টেলি সামাদ। শনিবার (৬ এপ্রিল) দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুর খবরটি কন্যা সোহেলা সামাদ কাকলী নিশ্চিত করেছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন অসুখে ভুগছিলেন বরেণ্য এই অভিনেতা। সম্প্রতি শরীর বেশি খারাপ হলে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। গত বছরের শেষের দিকে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-তে ভর্তি করা হয়। সে-সময় তাঁর অবস্থার অবনতি হলে বিএসএমএমইউ-এর আইসিইউতে স্থানান্তরিত করা হয়।

এর আগে টেলি সামাদ ঢাকার পান্থপথে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সে-সময় চিকিৎসকরা জানিয়েছিলেন, টেলি সামাদের বুকে ইনফেকশন রয়েছে, তাঁর ডায়াবেটিস রয়েছে। রক্তের প্লাটিলেটও কমে যাচ্ছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।

২০১৭ সালে যুক্তরাষ্ট্রে জনপ্রিয় এই অভিনেতার বাইপাস সার্জারি করা হয়। গত বছরের ২০ অক্টোবর তাঁর বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুলিতে জরুরি অস্ত্রোপচার করা হয়েছিল।

টেলি সামাদের জন্ম ২০ ডিসেম্বর মুন্সীগঞ্জ শহরের পাশের নয়াগাঁও গ্রামে। ১৯৭৩ সালে ‘কার বউ' সিনেমা দিয়ে রূপালী পর্দায় পদার্পণ করা টেলিসামাদ সর্বশেষ ২০১৫ সালে ‘জিরো ডিগ্রী’ সিনেমায় অভিনয় করেন। চার দশকে ৬০০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

Loading...