loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

চ্যাম্পিয়ন্স লিগ সেমির পথে লিভারপুল


চ্যাম্পিয়ন্স লিগ সেমির পথে লিভারপুল

গত মৌসুমে এফসি পোর্তোকে নিজেদের মাঠে উড়িয়ে দিয়েই ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠেছিল লিভারপুল। এবারও পোর্তোর বিপক্ষে নিজেদের মাঠের সুবিধা কাজে লাগানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল দলটি। শেষ পর্যন্ত তা করেও দেখিয়েছে তাঁরা। দারুণ খেলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রোবার্তো ফিরমিনো একটি গোল করেছেন, অপরটি করিয়েছেন। ফলে ২-০ ব্যবধানে জয় তুলে শেষ চারে উঠার লড়াইয়ে এগিয়ে রইলো ইংলিশ ক্লাবটি।

তবে কিছুটা তৃপ্তি পেতে পারে পোর্তো। গতবার অ্যানফিল্ডে তাঁরা হেরেছিল ০-৫ গোলের বিশাল ব্যবধানে; এবার ব্যবধান কমেছে। আর তাই নিজেদের মাঠে দ্বিতীয় লিগে ভালো কিছুর আশা করতেই পারে পর্তুগালের এই ক্লাবটি।

মঙ্গলবার (৯ এপ্রিল) ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। বাঁ প্রান্তে ফিরমিনোর কাছ থেকে বল পেয়ে জোরালো শট নেন নেবি কেইটা। তাঁর শট পোর্তোর এক খেলোয়াড়ের গায়ে লেগে দিক বদলে গেলে বল জালে জড়াতে দেখা ছাড়া কিছুই করার ছিল না গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের। 

পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ এসেছিল স্বাগতিকদের। তবে এবার ফিরমিনোর শট ফিরিয়ে দেন ক্যাসিয়াস।

২২ মিনিটে প্রায় অবিশ্বাস্য এক মিস করেন মোহাম্মদ সালাহ। মাঝমাঠ থেকে ব্যাকপাস দিতে গিয়ে ভুল করেন পোর্তোর এক খেলোয়াড়। ফাঁকায় বল পেয়ে যান সালাহ। নিয়ন্ত্রণেও নিয়েছিলেন। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ হাতছাড়া করেন এই মিশরীয় তারকা।

চার মিনিট পরেই অসাধারণ এক গোলে ব্যবধান বাড়ায় স্বাগতিক দল। অধিনায়ক জর্ডান হেন্ডারসনের বুদ্ধিদীপ্ত পাস থেকে বল পেয়ে যান আলেকজান্ডার-আর্নল্ড। তাঁর আড়াআড়ি ক্রসে আলতো টোকায় লক্ষ্য ভেদ করেন ফিরমিনো।

৩০তম মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল পোর্তো। অলিভার তোরেসের কাছ থেকে ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন মৌসা মারেগা। কিন্তু গোলরক্ষক অ্যালিসন বেকারকে পরাস্ত করতে পারেননি। পরের মিনিটেও সহজ সুযোগ পেয়ে মিস করেন মারেগা। 

৩৬তম মিনিটে ব্যবধান আরও বাড়াতে পারতো লিভারপুল। বাঁ প্রান্ত থেকে হেন্ডারসনের ক্রস থেকে ফাঁকায় বল পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি ফিরমিনো।

দ্বিতীয়ার্ধের শুরুতে লিভারপুলের সাদিও মানে লক্ষ্যভেদ করলেও তা অফসাইডের কারণে বাতিল হয়। ৬১তম মিনিটে সালাহর সঙ্গে দেওয়া-নেওয়া করে ডি বক্সের মধ্যে বল পেয়ে গিয়েছিলেন আলেকজান্ডার-আর্নল্ড, কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারেননি। 

শেষ ১০ মিনিটে লিভারপুলের উপর বেশ চাপ সৃষ্টি করেছিল অতিথি দলটি। কিন্তু আক্রমণগুলো দানা বেঁধে উঠতে না পারায় হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাঁদের।

Loading...