loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

রাজধানীতে চলবে ছয় রঙের বাস


রাজধানীতে চলবে ছয় রঙের বাস

রাজধানীতে ছয়টি কোম্পানির আওতায় ২২টি রুটে ছয় রঙের গণপরিবহন চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)’র মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। ২০২০ সালে মুজিব বর্ষের উপহার হিসেবে এটি বাস্তবায়ন করার কথা জানান তিনি। বুধবার (১০ এপ্রিল) বিকালে গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে গঠিত টাস্কফোর্স কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

সাঈদ খোকন বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ সালকে মুজিব বর্ষ ঘোষণা করেছেন। তাই অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, আমাদের এ সফলতা কিংবা পরিবহনের শৃঙ্খলা কার্যক্রম মুজিব বর্ষের মধ্যে বাস্তবায়ন করে জনগণকে উপহার দেবো।” এর ফলে গণপরিবহনের বিশৃঙ্খলা রোধ হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

সভা শেষে ডিএসসিসি’র মেয়র সাংবাদিকদের বলেন, বৈঠকে রাজধানীতে গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ছয়টি কোম্পানির মাধ্যমে ২২টি রুটে বাস চলাচল কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ঢাকা এবং এর আশপাশের এলাকাগুলোতে গণপরিবহনের শৃঙ্খলা ফিরবে। ২০২০ সালের ডিসেম্বরের মধ্যেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, ছয়টি কোম্পানির আওতায় বাসগুলো হবে ছয় রঙের। একেক রঙের বাস একেক রুটে চলবে।

আসন্ন পবিত্র রমজানে রাজধানীর যানজট নিয়ন্ত্রণে রাখার কথা জানিয়ে মেয়র বলেন, “এবারের রজমানে যানজট থাকবে না। প্রতিবছর রজমান মাসে যানজট থাকে অসহনীয় পর্যায়ে। তাই এবারের রমজানে যাতে সেই পরিস্থিতির শিকার হতে না হয়, সেজন্য কমিটি কিছু সিদ্ধান্ত নিয়েছে। সেগুলো বাস্তবায়নের জন্য কমিটি কাজ করবে। আশা করবো, রমজানে যানজট থাকবে না।”

Loading...