loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

হেরেও চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে টটেনহাম


হেরেও চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে টটেনহাম

দ্বিতীয় লেগ ৪-৩ গোলে জিতেও ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকেই বিদায় নিতে হলো পেপ গার্ডিওলার ম্যানচেস্টার সিটিকে। এই নিয়ে টানা তিনবার ইউরোপ সেরার লড়াইয়ে সেমিতে উঠতে পারলেন না বিশ্বের অন্যতম সেরা এই কোচ।

বুধবার (১৭ এপ্রিল) অবিশ্বাস্য এক ম্যাচের সাক্ষী হলো ইতিহাদ স্টেডিয়াম। চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ম্যাচের প্রথম লেগে ১-০ গোলে জয় পেয়েছিল টটেনহাম হটস্পার। ফিরতি লেগে বলতে গেলে পালা করেই একে অন্যকে গোল দিয়েছে দুই দল। ফলে দুই লেগ মিলে ৪-৪ গোলে ড্র করেও অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে সেমিফাইনালে পা রাখলো টটেনহাম।

এদিন চতুর্থ মিনিটেই ম্যান সিটিকে এগিয়ে দেন রাহিম স্টার্লিং। কেভিন ডি ব্রুইনার পাস থেকে বল পেয়ে কাইরেন ত্রিপিয়ারকে বোকা বানিয়ে স্পার গোলরক্ষক হুগো লরিসকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন এই ইংলিশ উইঙ্গার (১-০)।

গোল শোধ করতে মাত্র তিন মিনিট সময় নেন মরিসিও পচেত্তিনোর শিষ্যরা। গোলপোস্টের মাত্র আট গজ থেকে নেওয়া সন হিউং-মিনের শট ঠেকাতে পারেননি সিটি’র ব্রাজিলিয়ান গোলরক্ষক এদারসন (১-১)। প্রথম লেগের একমাত্র গোলটিও এসেছিল এই দক্ষিণ কোরিয়ান স্ট্রাইকারের পা থেকেই।

গোল শোধের মাত্র তিন মিনিট পর ফের সন ঝলক। ক্রিস্টিয়ান এরিকসেনের ক্রস নিয়ন্ত্রণে নিয়ে প্রায় ১৭ গজ থেকে তীব্র গতির এক শটে এদারসনকে পরাস্ত করেন সন (২-১)। যাহোক, টটেনহামের এগিয়ে থাকার আনন্দ স্থায়ী হয় মাত্র এক মিনিট। মাত্র ১১ মিনিটের মধ্যে চার গোল! এবার সিটির হয়ে গোল করে সমতা ফেরান স্ট্রাইকার বার্নান্দো সিলভা (২-২)। তখনও দুই লেগ মিলে ৩-২ গোলে এগিয়ে টটেনহাম।

২১তম মিনিটে ফের এগিয়ে যায় সিটি। ডি ব্রুইনার ব্যাক পোস্টে পাঠানো বল অনায়াসে জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোলের দেখা পান সেখানে অপেক্ষমান অবস্থায় থাকা স্টার্লিং। বিরতিতে যাওয়ার আগে ৩-২ গোলে এগিয়ে থাকার স্বস্তি সঙ্গী হয় ইংলিশ লিগের অন্যতম শিরোপার দাবিদার সিটি।

দ্বিতীয়ার্ধে প্রায় পনেরো মিনিট পরে স্কোর লাইন ৪-২ বানিয়ে দেন সিটির সার্জিও আগুয়েরো। এবারও অ্যাসিস্টে ডি ব্রুইনা। প্রায় একাই বল টেনে নিয়ে আগুয়েরোর পায়ে পৌঁছে দেন ডি ব্রুইনা। যদিও ওই কোণ থেকে গোল করাটা কঠিন, কিন্তু সেই কাজটাই সহজে করে ফেললেন আর্জেন্টাইন স্ট্রাইকার।

স্কোর ৪-২ দেখে যাঁরা খেলার ফলাফল নিশ্চিত ভেবে বসেছিলেন, তাঁদের জন্য তখনও বিস্ময় অপেক্ষা করছিল। ৭৩তম মিনিটে সিটির ত্রিপিয়ারের বাড়িয়ে দেওয়া বলে ডি-বক্সের জটলায় থাকা ফার্নান্দো লোরেন্তের গায়ে লেগে জালে প্রবেশ করে। যদিও সিটি হ্যান্ডবলের অ্যাপিল করে। রেফারি ভিএআর-এর সহায়তা নিয়ে দেখেন বলটা লোরেন্তের হাতে লাগলেও তা ইচ্ছাকৃত ছিল না। গোলের বাঁশি বাজতেই আনন্দে মেতে ওঠে টটেনহাম সমর্থকরা। কোয়ার্টার-ফাইনালের ভাগ্য গড়ে দেয় ওই গোলটিই।

এবারই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পা রাখলো টটেনহাম। এই খেলায় আরেকটি রেকর্ডও হয়েছে। প্রথম ২১ মিনিটে পাঁচটি গোল চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এই প্রথম।

Loading...