loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

২০১৯ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষিত


২০১৯ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষিত

ইংল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষিত হয়েছে। বড় ধরণের চমক দিয়ে বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন সিলেটের পেসার আবু জায়েদ চৌধুরী রাহী। দলে জায়গা হয়নি পেসার তাসকিন আহমেদের। আহতাবস্থা থেকে ফিরে এলেও ফর্ম ফিরে না পাওয়ায় হতাশ হতে হয়েছে তাঁকে। স্থান হয়নি আলোচনায় থাকা ইয়াসির আলী রাব্বিরও। তবে রয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

সম্প্রতি নিউজিল্যান্ড সফরে দারুণ বোলিং করেছিলেন রাহী। সে-কারণেই শফিউল ইসলামকে টপকে দলে জায়গা করে নিয়েছেন এই পেসার। বিবেচনা করা হয়নি ইমরুল কায়েসকেও। তামিম ইকবালের সঙ্গী হিসেবে থাকছেন সৌম্য সরকার ও লিটন কুমার দাস। তবে দারুণ ছন্দে থাকলেও ইয়াসির আলীর জায়গা হয়নি। তাঁর স্থলে মোসাদ্দেকের উপরই আস্থা রেখেছেন নির্বাচকরা।

বিশ্বকাপ দলে রয়েছেন বাংলাদেশের সেরা সব তারকাই। এবার নিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলবেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। সাকিব, তামিম ও মুশফিক খেলছেন টানা চতুর্থ বিশ্বকাপ। দুর্ভাগ্যক্রমে ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপে জায়গা হয়নি মাশরাফির। ২০০৩ বিশ্বকাপে খেলা একমাত্র খেলোয়াড় হিসেবে তিনি খেলবেন ২০১৯ বিশ্বকাপ।

২০১৫ বিশ্বকাপ দলের আটজন খেলোয়াড় রয়েছেন বর্তমান দলে। বাদ পড়েছেন তাসকিন, শফিউল ইসলাম, নাসির হোসেন, ইমরুল কায়েস, মুমিনুল হক, আরাফাত সানি ও তাইজুল ইসলাম। এ-বছর নিউজিল্যান্ডে সিরিজ খেলা দল থেকে বাদ পড়েছেন নাঈম হাসান, শফিউল ইসলাম।

এছাড়া আগামী ৩ মে থেকে আয়ারল্যান্ড সফরের দলে ঘোষিত ১৫ সদস্যের সঙ্গে যোগ হয়েছেন আরও দুইজন ক্রিকেটার। এঁরা হলেন, অফ স্পিনার নাঈম হাসান ও ইয়াসির আলী।

গত বিপিএল-এ দুর্দান্ত বোলিং করেছিলেন তাসকিন। ১২ ম্যাচে ১৪.৪৫ গড়ে পেয়েছিলেন ২২টি উইকেট। সেই আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারিও ছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যক্রমে শেষ ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ফিল্ডিং করার সময় গোড়ালিতে আঘাত পান তিনি। এরপর চোট কাটিয়ে গত মাস থেকে পুনর্বাসন-প্রক্রিয়া শুরু করেছিলেন। ঢাকা প্রিমিয়ার লিগে একটি ম্যাচও খেলেন। কিন্তু পুরনো ছন্দ খুঁজে পাননি।

যাহোক, দলে জায়গা না পেলেই যে তাঁর বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে তা নয়। আগামী ২৩ মে পর্যন্ত যে কোনো সময় দলে পরিবর্তন আসতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

আগামী ৩০ মে উঠছে বিশ্বকাপের পর্দা। বাংলাদেশ দল প্রথম ম্যাচ খেলবে ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

বিশ্বকাপের বাংলাদেশ দল

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল খান, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, আবু জায়েদ চৌধুরী রাহী, সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন সৈকত।

আয়ারল্যান্ড সফরের জন্য বাংলাদেশ দল

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, শফিউল ইসলাম, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী রাব্বি ও নাঈম হাসান।

Loading...