loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ফিডব্যাকের চার দশক উদযাপন কনসার্ট ৩০ এপ্রিল


ফিডব্যাকের চার দশক উদযাপন কনসার্ট ৩০ এপ্রিল

অসংখ্য জনপ্রিয় বাংলা গানের স্রষ্টা ব্যান্ড দল ‘ফিডব্যাক’ উদযাপন করতে যাচ্ছে তাঁদের পথচলার চার দশক। এ-উপলক্ষে আগামী ৩০ এপ্রিল রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আয়োজন করা হয়েছে জমজমাট কনসার্ট ‘ফোর ডিকেড্স অফ ফিডব্যাক’। কনসার্টে পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। বুধবার রাজধানীর ডেইলি স্টার সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

চার দশক সময় ধরে ফিডব্যাকের লাইনআপ অলংকৃত করে থাকা সকল সদস্য এই মিলনমেলায় অংশগ্রহণ করবেন। এই কনসার্টে আবারও ফিডব্যাকের জনপ্রিয় গানগুলো গাইবেন দলের সাবেক সদস্য মাকসুদুল হক। এই আয়োজনে আরও অংশ নিচ্ছে দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড মাইল্স, আর্টসেল, ওয়ারফেইজ ও দলছুট - যাঁরা ফিডব্যাকের বিভিন্ন জনপ্রিয় গানের মাধ্যমে মঞ্চ মাতাবেন।

সংবাদ সম্মেলনে ফিডব্যাকের সদস্য ফোয়াদ নাসের বাবু, লাবু রহমান ও সাবেক সদস্য মাকসুদুল হক উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন প্রাণ গ্রুপের হেড অফ কর্পোরেট ব্র্যান্ড নুরুল আফসার, কনসার্টের ডিজিটাল পার্টনার বাংলালিংক-এর ব্র্যান্ড ও কমিউনিকেশন ডিরেক্টর কাজী উরফি আহমেদ ও ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠান ‘এ ফর অ্যাকশন’-এর এক্সিকিউটিভ ডিরেক্টর এসএম শামসুর রহমান।

এই আয়োজন নিয়ে ফোয়াদ নাসের বাবু বলেন, “দীর্ঘ চার দশকের যাত্রা উপলক্ষে এই আয়োজনে ফিডব্যাকের সকল সদস্য এক হতে যাচ্ছে। আমরা আবার একসাথে গান করবো - এটা ভাবতেই আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি”।

নুরুল আফসার বলেন, “ফিডব্যাকের অসংখ্য গান শ্রোতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়। ফিডব্যাকের ৪০ বছর পূর্তির অনুষ্ঠানে সম্পৃক্ত হতে পেরে আমরা আনন্দিত”। 

‘ফোর ডিকেড্স অফ ফিডব্যাক’ কনসার্টটি বসুন্ধরা কনভেনশন সিটির তিন নম্বর হলে হবে। এই মিলনমেলায় যোগ দিতে www.shohoz.com-এর মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। বিস্তারিত জানা যাবে ‘4 decades of Feedback’ শিরোনামের ফেইসবুক পেইজে।

১৯৭৮ সালে কয়েকজন সঙ্গীতপ্রেমী তরুণের হাত ধরে ব্যান্ড ফিডব্যাকের যাত্রা শুরু হয়। বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী সময়ে বাংলা ব্যান্ড-সঙ্গীতকে তুমুল জনপ্রিয়তা এনে দেয় যে ব্যান্ডগুলো - তার মধ্যে একটি হলো ফিডব্যাক। এই ব্যান্ডের গুণী শিল্পীরা বেশ লম্বা সময় ধরে বাংলা পপ-রক সঙ্গীত সমৃদ্ধ করতে অবদান রেখেছেন।

প্রতি বছর পহেলা বৈশাখে সবার মনে দোলা দিয়ে যাওয়া ফিডব্যাকের ‘মেলায় যাইরে’ গানটি শ্রোতা-মনে স্থায়ী আসন দখল করে নিয়েছে।

Loading...