loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

এফবিসিসিআই-এর পরিচালক হলেন সৈয়দ আলমাস কবীর


এফবিসিসিআই-এর পরিচালক হলেন সৈয়দ আলমাস কবীর

ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর ২০১৯-২১ মেয়াদের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে যোগ দিয়েছেন তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সভাপতি সৈয়দ আলমাস কবীর।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে যোগ দেয়ায় সকল অংশীজন এবং শুভাকাঙ্ক্ষিদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন বেসিস সভাপতি।

এক বিবৃতিতে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নে শুধুমাত্র তথ্যপ্রযুক্তি খাতই নয়, অন্যান্য সকল শিল্পখাতে ডিজিটালাইজেশন প্রয়োজন। এফবিসিসিআই-এর পরিচালক হিসেবে দেশের সকল শিল্পখাতে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে কাজ করবেন বলে সৈয়দ আলমাস কবীর আশাবাদ ব্যক্ত করেছেন।

এফবিসিসিআই-এর পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে যোগ দেয়ায় বেসিস সভাপতিকে শুভেচ্ছা জানিয়েছেন বেসিস নির্বাহী পরিষদ ও বেসিস সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...