loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

জাপানে আইটি উইক ২০১৯-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে বেসিস


জাপানে আইটি উইক ২০১৯-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে বেসিস

এশিয়ার তথ্যপ্রযুক্তিবিদদের মিলনমেলা হিসেবে খ্যাত জাপান আইটি উইক। বিভিন্ন দেশের নামি-দামি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান নিজেদের সেবাসমূহ তুলে ধরে জাপানের সবচেয়ে বড় এই তথ্যপ্রযুক্তি মেলায়। পাশাপাশি, বিনিয়োগকারী-তথ্যপ্রযুক্তিবিদদের মধ্যে মেলবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই মেলা।

টোকিওতে আজ শুরু হয়ে জাপান আইটি উইক চলবে আগামী ১০ মে পর্যন্ত। প্রতিবারের মতো এবারো বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটঅয়্যার আন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। জাপান আইটি উইক-এ অংশ নিচ্ছে ৬২ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল। পাশাপাশি আরও অংশ নিচ্ছে বাংলাদেশ হাইটেক পার্ক, এলআইসিটি, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল - বিসিএস, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং - বাক্কো এবং তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিনিধিদল।

জাপান আইটি উইকে বাংলাদেশ দলের সাথে রয়েছেন - হোসনে আরা বেগম, এনডিসি (সচিব), ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, পার্থপ্রতিম দেব, নির্বাহী পরিচালক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), এস এম আজিজুল ইসলাম, যুগ্মসচিব, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, রাবাব ফাতিমা, জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, মোহাম্মদ হাসান আরিফ, জাপানে নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর, রাশাদ কবির, বেসিস জাপান ফোকাস গ্রুপের আহ্বায়ক, প্রমুখ।

বেসিস থেকে এবার ১৯টি প্রযুক্তি প্রতিষ্ঠান, জাপান আইটি উইকের অন্যতম বৃহৎ বাংলাদেশ প্যাভিলিয়নে নিজেদের সেবা প্রদর্শন করবে। এতে অংশ নিচ্ছে বেসিস সদস্য প্রতিষ্ঠান - ডেটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড, ই-পার্ক আইটি, লিডসফট বাংলাদেশ লিমিটেড, উল্কাসেমি প্রাইভেট লিমিটেড, ইক্সোরা সল্যুশন লি., প্রাইডসিস আইটি লিমিটেড, ইরা-ইনফোটেক লিমিটেড, বিজেআইটি লিমিটেড,নেসেনিয়া লিমিটেড, ড্রিমার্জ ল্যাব লিমিটেড, মিডিয়া ৩৬৫ লিমিটেড, ব্রেইন স্টেশন ২৩ লিমিটেড, ই-জেনারেশন, বিজেডএম গ্রাফিক্স, ড্রিম ৭১ বাংলাদেশ লিমিটেড, সুবরা সিস্টেমস লিমিটেড, গ্রাহো লিমিটেড, জেনেক্স ইনফোসিস লিমিটেড এবং ডাইনামিক সল্যুশন্স ইনোভেটোরস।

এছাড়া প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছে বেসিস সদস্য প্রতিষ্ঠান - পিএমএস্পায়ার লিমিটেড, পিক্সেলনেট টেকনোলজিস লিমিটেড, এআইজি ডিস্ট্রিবিউশনস অ্যান্ড কনসালটেন্সি, টিকন সিস্টেমস লিমিটেড, ডেটা গ্রিড লিমিটেড, ফ্লোরা সিস্টেমস লিমিটেড, ফ্রিডম সফট, আই সফটওয়্যার লিমিটেড, পল অ্যান্ড পল কনসালটেন্টস লিমিটেড এবং কমলিঙ্ক ইনফোটেক লিমিটেড।

এছাড়া বেসিস-এর অংশীজন ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার এবং কমনওয়েলথের যৌথ উদ্যোগে পরিচালিত শি-ট্রেড্স প্রকল্পের অধীন অংশ নিচ্ছে পাঁচটি বেসিস সদস্য প্রতিষ্ঠান - ইউআই সিস্টেমস লিমিটেড, সিসটেক ডিজিটাল জাপান লিমিটেড, অপাস টেকনোলজি লিমিটেড, এলিগেন্ট টেকনোলজি লিমিটেড এবং টিএমএসএস আইসিটি লিমিটেড।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...