loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

এখনো লাইফ সাপোর্টে এটিএম শামসুজ্জামান


এখনো লাইফ সাপোর্টে এটিএম শামসুজ্জামান

রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান। শুক্রবার (১০ মে) তাঁর স্ত্রী একটি পত্রিকাকে  জানিয়েছেন, একুশে পদকজয়ী এই শিল্পীর শারীরিক অবস্থা এখন কিছুটা স্থিতিশীল রয়েছে। তিনি আরও জানান, বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দিতে পারলে তাঁরা একটু স্বস্তি পেতেন।

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন এটিএম শামসুজ্জামান। কিংবদন্তি এই অভিনেতাকে ২৬ এপ্রিল দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এই হাসপাতালে ২৭ এপ্রিল এই অভিনেতার শরীরে অস্ত্রোপচার হয়েছে। এরপর ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়লে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

এটিএম শামসুজ্জামানের চলচ্চিত্র-জীবনের শুরু ১৯৬১ সালে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে। কাহিনি ও চিত্রনাট্যকার হিসেবে প্রথম কাজ করেছেন ‘জলছবি’ ছবিতে। এ-পর্যন্ত শতাধিক ছবিতে চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন।

১৯৬৫ সালের দিকে কৌতুক-অভিনেতা হিসেবে অভিনয়-জীবন শুরু করেন তিনি। তবে ১৯৭৬ সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের ‘নয়নমণি’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমেই মূলত আলোচনায় আসেন তিনি। নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের জন্য আজও তিনি দর্শক-নন্দিত।

Loading...