loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের প্রথম বার্ষিকী উদযাপন


বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের প্রথম বার্ষিকী উদযাপন

বাংলাদেশের প্রথম যোগাযোগ স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ এর প্রথম উৎক্ষেপণ-বার্ষিকী রোববার (১২ মে)। সংশ্লিষ্ট কর্মকর্তাদের রবাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, গত বছর এই দিনে টিভি চ্যানেলগুলোকে ভূমি স্টেশনের বদলে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে সংযুক্ত করতে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) উৎক্ষেপণ করা হয়। এতে সংযোগ খরচও অনেক কমে যাচ্ছে।

বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লি. (বিসিএসসিএল)-এর চেয়ারম্যান ড. শাজাহান মাহমুদ গতকাল স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, এ-উপলক্ষে ১২ মে’র বদলে ১৯ মে এক উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ১২টি টিভি চ্যানেল বিএস-১ এর সেবা নিয়ে তাদের সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে। বাকীরা আগামী ১৯ মে’র আগেই এই স্যাটেলাইটে যুক্ত হবে।

শাজাহান মাহমুদ আরও বলেছেন, “প্রাথমিকভাবে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড বিএস-১ এর ব্যান্ডউইড্থ ব্যবহার করে তাদের এটিএম পরীক্ষামূলকভাবে চালু করবে। তবে অধিকাংশ এটিএমকে এই সেবার আওতায় আনার পরিকল্পনা রয়েছে আমাদের।”

Loading...