loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

শেষ ম্যাচে হেরেও ইতিহাস গড়লো পিএসজি


শেষ ম্যাচে হেরেও ইতিহাস গড়লো পিএসজি

ফ্রান্সের লিগ ওয়ানে ২০১৮-১৯ মৌসুমের শেষ ম্যাচে রিম্সের কাছে ৩-১ গোলে হেরে গেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। অবশ্য এই পরাজয় সত্ত্বেও এক নতুন একটি রেকর্ড গড়েছে প্যারিসের ক্লাবটি। ৫৯তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের করা একমাত্র গোলটির পরে ফ্রান্সের শীর্ষ ফুটবল লিগে প্রথম দল হিসেবে এক মৌসুমের সবগুলো (৩৮) ম্যাচেই গোল করার অনন্য কীর্তি গড়েছে পিএসজি।

নতুন ইতিহাস গড়ার পাশাপাশি অবশ্য মৌসুমের শেষ নয় ম্যাচে মাত্র তিনটি জয়ের লজ্জাও সহ্য করতে হচ্ছে টমাস টুখেলের দলকে। শেষ ম্যাচে হারার পরে ৩৮ ম্যাচে ২৯ জয় ও চার ড্রয়ে ৯১ পয়েন্ট নিয়ে লিগ শেষ করলো পিএসজি। 

দিনের অন্য ম্যাচে রেনের মাঠে ৩-১ গোলে হেরে ৭৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে লিল।

যাহোক, দলের পরাজয়ের রাতেও উজ্জ্বল ছিলেন এমবাপ্পে। ফরাসি চ্যাম্পিয়নদের ফের একবার মুকুট এনে দেওয়ার পেছনে মূল ভূমিকা রেখেছেন ২০১৮ বিশ্বকাপ-জয়ী এই ফরোয়ার্ড। সেই সঙ্গে প্রথমবারের মতো ফরাসি লিগের শীর্ষ গোলদাতার খেতাবও জিতে নিয়েছেন তিনি। 

এই মৌসুমে লিগে ৩৩ গোল করেছেন এমবাপ্পে। ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে তাঁর আগে আছেন একমাত্র বার্সেলোনা তারকা লিওনেল মেসি (৩৬), যিনি এরইমধ্যে ইউরোপিয়ান গোল্ডেন শু জিতেছেন।

Loading...